টেলি প্রম্পটার ছাড়া বক্তব্য দিতে পারেন না কামালা: ট্রাম্প
হোয়াইট হাউজের মসনদে নতুন নেতা বসতে বাকি আর মাত্র ১০ দিন। নিউইয়র্ক টাইমস ও সিয়েনা কলেজের জরিপ বলছে, দুই প্রার্থীর প্রতি জনসমর্থন পৌঁছেছে সমান ৪৮ শতাংশে। মিশিগানে কামালার পক্ষে প্রচারে প্রথমবারের মতো যোগ দেন মিশেল ওবামা। ডেমোক্র্যাট প্রার্থীর অভিযোগ, মানসিকভাবে বিপর্যস্ত ট্রাম্প। জবাবে পেনসিলভেনিয়ায় রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের দাবি, টেলি প্রম্পটার ছাড়া বক্তব্য দিতে পারেন না কামালা।