অভিবাসী ফেরাতে ট্রাম্পের নতুন পরিকল্পনা

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প | ছবি: সংগৃহীত
0

অবৈধ অভিবাসীদের স্বেচ্ছায় যুক্তরাষ্ট্র ত্যাগের বিনিময়ে এক হাজার ডলার ও বিনামূল্যে ফ্লাইট টিকিট দেয়ার ঘোষণা দিয়েছে ট্রাম্প প্রশাসন। পাশাপাশি দেশে আইনশৃঙ্খলা প্রতিষ্ঠায় ছয় দশক পর পুনরায় কুখ্যাত আলকাতরাজ কারাগার চালুর নির্দেশ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এদিকে কর্মী ছাঁটাইয়ের অংশ হিসেবে সামরিক বাহিনী থেকে ২০ শতাংশ চার তারকা জেনারেল কমানোর নির্দেশ দিয়েছেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী।

গেলো জানুয়ারিতে হোয়াইট হাউজে প্রত্যাবর্তনের পর অবৈধ অভিবাসী বিতাড়িত করতে বেশ কিছু কঠোর পদক্ষেপ নিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। যদিও এখন পর্যন্ত মেলেনি আশানুরূপ ফল। বাইডেন প্রশাসন প্রতি মাসে গড়ে ৫৭ হাজার অভিবাসী বিতাড়িত করলেও ট্রাম্প প্রশাসনের ক্ষেত্রে এই সংখ্যা প্রায় ৩৮ হাজার। এমন পরিস্থিতিতে কিছুটা ভিন্ন পথে হাঁটলেন মার্কিন প্রেসিডেন্ট।

এবার স্বেচ্ছায় যুক্তরাষ্ট্র ত্যাগ করলেই মিলবে এক হাজার ডলার ও ফ্লাইটের বিনামূল্যে টিকিট। এজন্য সেল্ফ ডিপোর্টেশন প্রোগামে করতে হবে সাইন আপ। সোমবার এ তথ্য জানিয়েছে হোমল্যান্ড সিকিউরিটি দপ্তর। তাদের দাবি, গড়ে প্রতি অভিবাসীকে আটক থেকে নির্বাসন পর্যন্ত খরচ ১৭ হাজার ডলারের বেশি। এই প্রক্রিয়ায় ব্যয় কমতে পারে ১০ গুণ পর্যন্ত।

এর মধ্যেই ৬২ বছর পর কুখ্যাত আলকাতরাজ কারাগার পুনরায় চালু করার নির্দেশ দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। স্যান ফ্রান্সিসকো বে এর ছোট্ট দ্বীপে অবস্থিত কারাগারটির কয়েদি ছিলেন আল ক্যাপোন, মিকি কোহেন ও জর্জ মেশিনগান কেলির মতো দাগি আসামিরা। তবে দুর্গম অবস্থানের কারণে সাধারণ কারাগারের চেয়ে আলকাতরাজ পরিচালনায় মার্কিন প্রশাসনের ব্যয় ৩ গুণ বেশি। এ কারণে ১৯৬৩ সালে বন্ধের পর কারাগারটি ব্যবহার করা হচ্ছে জাদুঘর হিসেবে। সোমবার ওভাল অফিসে ট্রাম্প জানান, দেশে আইনশৃঙ্খলা প্রতিষ্ঠায় আলকাতরাজের বিকল্প নেই।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, ‘আলকাতরাজ থেকে কখনো কোনো কয়েদি পালাতে পারেনি। শক্তিশালী আইন শৃঙ্খলার জন্য আলকাতরাজ সবচেয়ে উৎকৃষ্ট বিকল্প। আমার নির্দেশনার পর পুনরায় চালু করার জন্য কাজ শুরু হয়েছে। মনে হচ্ছে ভালো কিছু হতে যাচ্ছে।’

এদিকে, অভিবাসী অনুপ্রবেশ ঠেকাতে মেক্সিকো সীমান্তে কাঁটাতারের বেড়া স্থাপন করছে যুক্তরাষ্ট্র। বিষয়টিতে বাধা না দিলেও মার্কিন সেনাদের মেক্সিকোয় প্রবেশের বিষয়ে ট্রাম্প প্রশাসনের প্রস্তাব প্রত্যাখান করেছেন দেশটির প্রেসিডেন্ট।

মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লদিয়া শেনবম বলেন, ‘সেনা পাঠানোর মাধ্যমে মেক্সিকোকে সহায়তার জন্য প্রস্তাব দিয়েছিলেন ট্রাম্প। তবে আমি সরাসরি এটি মানা করে দিয়েছি। শুধু সার্বভৌমত্ব ও আঞ্চলিক অখণ্ডতা রক্ষা করে পরস্পরের প্রতি সহযোগিতার হাত বাড়ানো যেতে পারে।’

বিদেশি অর্থায়ন ও যুক্তরাষ্ট্রের বাইরে নির্মিত মার্কিন চলচ্চিত্রে শতভাগ শুল্কারোপের ঘোষণায় বিনোদন অঙ্গনের তোপের মুখে ডোনাল্ড ট্রাম্প। তাই মার্কিন প্রেসিডেন্ট জানান, শুল্কারোপের আগে হলিউডের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করবেন তিনি, যাতে এই খাতে সবাই ভালো সিদ্ধান্তে পৌঁছাতে পারে।

ডোনাল্ড ট্রাম্প বলেন, ‘আমি এই খাতের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে দেখা করবো। আমি এমন সিদ্ধান্ত নিতে চাই, যাতে সবাই খুশি থাকে। হলিউড অনেক বড় শিল্প। তবে যুক্তরাষ্ট্রকে একপ্রকার পরিত্যাগ করা হয়েছে। এখন হলিউডকে আগের অবস্থানে নিয়ে আসার সময় এসেছে।’

এদিকে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী থেকে চার তারকা জেনারেল ও অ্যাডমিরালের সংখ্যা ২০ শতাংশ কমানোর নির্দেশ দিয়েছেন পিট হেগসেথ। মার্কিন প্রতিরক্ষামন্ত্রীর দাবি, অতিরিক্ত জেনারেলের অর্থ বাড়তি সফলতা অর্জন নয়। এ ছাড়াও ১০ শতাংশ জেনারেল ও ফ্ল্যাগ অফিসার ছাঁটাইয়ের নির্দেশ দেয়া হয়েছে।

এসএস