দেশে এখন
0

গণঅভ্যুত্থানে নিহতের সংখ্যা ৭৩৭: স্বাস্থ্য উপদেষ্টা

গণঅভ্যুত্থানে সরকারি হিসেব অনুযায়ী নিহতের সংখ্যা ৭৩৭ বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা নুরজাহান বেগম। শিক্ষার্থীদের দেয়া তালিকা যাচাই-বাছাই করা হচ্ছে বলেও জানিয়েছেন স্বাস্থ্য উপদেষ্টা।

আজ (সোমবার,৭ অক্টোবর) বিকেলে সচিবালয়ে স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান তিনি।

নুরজাহান বেগম জানান, আহত ২৩ হাজার মানুষের চিকিৎসা নিশ্চিতে সরকার কাজ করছে। বিদেশি চিকিৎসকরা চিকিৎসা ব্যবস্থা নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেছে।

সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, 'ওষুধের মূল্য এই মুহূর্তে কমানো যাচ্ছে না।'

স্বাস্থ্য উপদেষ্টা বলেন, ‘আন্দোলনে ৭৩৭ জন নিহত হয়েছেন। তবে এটা ভেরিফায়েড নয়। ছাত্রদের একটা তালিকা আছে। সেখানে বলা হয়েছে নিহত দেড় হাজারের বেশি। ছাত্ররা তাদের তালিকা আমাদের দিলে আমরা ক্রস চেক করে দেখবো।’

সংবাদ সম্মেলনে জেনেরিক নামে ওষুধ উৎপাদনে কোম্পানিগুলোর অনাগ্রহের কথাও তুলে ধরেন নুরজাহান বেগম।