ইউরোপ
বিদেশে এখন
0

রাশিয়ার ৫৮টি ড্রোন ভূপাতিত করেছে ইউক্রেন

ইউক্রেনীয় সেনাদের ঘাঁটি লক্ষ্য করে ছোঁড়া রাশিয়ার ৬৭টি ড্রোনের মধ্যে ৫৮টিকে ভূপাতিত করেছে জেলেনস্কির সেনারা। স্কাই নিউজ জানায়, শুক্রবার (৬ সেপ্টেম্বর) ইউক্রেনের ১১টি অঞ্চলে কয়েক দফায় ড্রোন হামলা চালায় পুতিন বাহিনী।

ইউক্রেনের বিমান বাহিনীর পক্ষ থেকে বলা হচ্ছে, এই ড্রোন হামলা বিচ্ছিন্ন কোনো ঘটনা নয়। গেল কয়েক মাস ধরে দু'পক্ষের মধ্যে সংঘাতের তীব্রতা বেড়েছে।

এদিকে, জার্মানিতে সফরকালে ইউক্রেন-রাশিয়া যুদ্ধের সবশেষ অগ্রগতি নিয়ে কথা বলেছেন প্রেসিডেন্ট জেলেনস্কি। এসময় যুক্তরাষ্ট্রের পাঠানো দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবহার করে রাশিয়ায় হামলা চালানোর অনুমতি দিতে মার্কিন প্রেসিডেন্টকে চাপ দেন তিনি।

এছাড়া, ইরানের ব্যালেস্টিক মিসাইল ব্যবহার করে ইউক্রেনে আগ্রসন চালাবে রাশিয়া- এমনটা অবধারিত ছিল বলে মন্তব্য করেছেন জেলেনস্কি।

এএইচ