হাতে কার্ড না থাকার পরেও খেলে যাচ্ছেন জেলেনস্কি!
হাতে কার্ড না থাকার পরেও খেলে যাচ্ছেন জেলেনস্কি। আর এতে প্রাণ হারাচ্ছেন লাখো মানুষ। তাই সংঘাত নিরসনে ইউক্রেন ও রাশিয়ার প্রেসিডেন্টকে একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্টের দাবি, ইউক্রেনের সঙ্গে দুর্লভ খনিজ সম্পদের চুক্তি করার দ্বারপ্রান্তে যুক্তরাষ্ট্র। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন বলছে, চুক্তিতে রাজি হতে স্টারলিংক ইন্টারনেট সেবা বন্ধের হুমকি দেয়া হয়েছে ইউক্রেনকে।
সুইসাইড নোট লিখে আত্মহননের পথ বেছে নিচ্ছে উত্তর কোরীয় সেনারা
ধরা পড়ার মতো পরিস্থিতি সৃষ্টি হলে এবার আত্মহত্যার পথ বেছে নিচ্ছেন রাশিয়ার হয়ে ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধ করতে আসা উত্তর কোরিয়ার সেনারা। সম্প্রতি উদ্ধার পাওয়া কিছু নোটবুক ও সুইসাইড নোটের ভিত্তিতে এমন দাবি করছে কিয়েভ। ইউক্রেনীয় সেনারা বলছেন, ভ্রান্ত দেশপ্রেম ও নৃশংস যুদ্ধনীতিতে উদ্বুদ্ধ তরুণ সেনাদের ‘ব্রেইনওয়াশ’ করে রণক্ষেত্রে পাঠাচ্ছেন উত্তর কোরিয়ার কিম জং উন।
ইউক্রেনীয় সেনাদের হাতে উত্তর কোরিয়ার ১ হাজার সৈন্য নিহত
রাশিয়ার কুরস্ক অঞ্চলে ইউক্রেনীয় সেনাদের হাতে উত্তর কোরিয়ার ১ হাজার সৈন্য নিহতের দাবি পশ্চিমাদের। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসিকে জানিয়েছে, রাশিয়ায় উত্তর কোরিয়া থেকে পাঠানো ১১ হাজার সৈন্যের প্রায় ৪০ শতাংশই নিহত হয়েছে।
কুরস্কে মাটি আঁকড়ে থাকতে সেনা সদস্যদের নির্দেশ জেলেনস্কির
রাশিয়ার কুরস্ক অঞ্চলের আধিপত্য ধরে রাখতে লোকবল ও সামরিক সরঞ্জাম সংকটে আছে ইউক্রেনীয় সেনারা। যদিও যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শপথ গ্রহণের আগ পর্যন্ত কুরস্কের মাটি আঁকড়ে ধরে থাকতে সেনা সদস্যদের নির্দেশ দিয়েছে কিয়েভ। এদিকে, ন্যাটোর সদস্যপদ নিয়ে আবারও দুঃসংবাদ পেয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। যদিও আকাশ প্রতিরক্ষ ব্যবস্থা উন্নত করতে ন্যাটোর সাহায্য চেয়েছে কিয়েভ।
ইউক্রেনীয় অভিযানের পর আবারও ঘুরে দাঁড়ালো রাশিয়া
কুরস্ক অঞ্চলে ইউক্রেনীয় সেনাদের সফল অভিযানের পর আবারও ঘুরে দাঁড়িয়েছে রাশিয়া। শুক্রবার (৪ অক্টোবর) রুশ সেনাবাহিনী জানায়, চলতি সপ্তাহে ইউক্রেনীয় বাহিনীর অধীনস্থ শিল্পাঞ্চল, জ্বালানি উৎপাদন কেন্দ্র এবং সামরিক বিমান ঘাঁটি লক্ষ্য করে সফল হামলা চালানো হয়েছে। এদিকে, শুক্রবার জাপোরিঝিয়ায় রাশিয়া নিয়ন্ত্রিত একটি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের বাইরে গাড়িবোমা বিস্ফোরণে এক রুশ কর্মকর্তা নিহত হয়েছে। হামলার দায় স্বীকার করে ইউক্রেনের গোয়েন্দা সংস্থা জানায়, একজন যুদ্ধাপরাধীকে হত্যার উদ্দেশ্যে পরিকল্পিতভাবেই এই অপারেশন চালানো হয়েছে।
রাশিয়ার ৫৮টি ড্রোন ভূপাতিত করেছে ইউক্রেন
ইউক্রেনীয় সেনাদের ঘাঁটি লক্ষ্য করে ছোঁড়া রাশিয়ার ৬৭টি ড্রোনের মধ্যে ৫৮টিকে ভূপাতিত করেছে জেলেনস্কির সেনারা। স্কাই নিউজ জানায়, শুক্রবার (৬ সেপ্টেম্বর) ইউক্রেনের ১১টি অঞ্চলে কয়েক দফায় ড্রোন হামলা চালায় পুতিন বাহিনী।
ইউক্রেনে ৫১ জনের মৃত্যু, পশ্চিমাঞ্চলে প্রাণ গেছে আরও সাতজনের
পুরোদমে সংঘাত চলছে ইউক্রেন -রাশিয়ার মধ্যে। রুশ ক্ষেপণাস্ত্র হামলায় মধ্য ইউক্রেনে ৫১ জনের মৃত্যুর পর পশ্চিমাঞ্চলে হামলায় প্রাণ গেছে আরও সাতজনের। রুশ অঞ্চল কুরস্কে ইউক্রেনীয় সেনা অনুপ্রবেশ অব্যাহত থাকলেও দোনেৎস্কে সেনা অভিযান আরও বাড়িয়েছে রাশিয়া। এরমধ্যেই ইউক্রেনের মন্ত্রিসভায় এসেছে বড় ধরনের পরিবর্তন।
কুরস্কে ইউক্রেনীয় সেনাদের অনুপ্রবেশ, সেনা সংকটে ভুগছে মস্কো
রাশিয়ার কুরস্কে ইউক্রেনীয় সেনাদের অনুপ্রবেশের পর থেকেই সেনা সংকটে ভুগছে মস্কো। ২ বছরেরও বেশি সময় ধরে ইউক্রেনে অনবরত হামলা চালিয়ে গেলেও মাত্র দুই সপ্তাহেই নতুন করে কুরস্কের আরও বেশ কিছু এলাকা দখলে নিয়েছে কিয়েভ। বাধ্য হয়ে বিভিন্ন দেশ থেকে সেনা নিয়োগ দিচ্ছে মস্কো। এই ঘটনায় নিজ ভূখণ্ড রক্ষা কিংবা ইউক্রেনে সেনা সক্ষমতা বাড়ানো, এই দুই সিদ্ধান্তের মধ্যে ঘুরপাক খাচ্ছে রুশ প্রশাসন।
রুশ ভূখণ্ডে সেনা অনুপ্রবেশ: চ্যালেঞ্জের মুখে পুতিন প্রশাসন
দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এই প্রথম সেনা অনুপ্রবেশ করেছে রুশ ভূখণ্ডে। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন দেশের সাধারণ মানুষের নিরাপত্তা নিয়ে আশ্বস্ত করলেও সামরিক বিশ্লেষকরা বলছেন, দেশে ইউক্রেনীয় সেনাদের অনুপ্রবেশে চ্যালেঞ্জের মুখে পড়েছে পুতিন প্রশাসন। তারা বলছেন, এই ঘটনায় দুই দশকেরও বেশি সময় ধরে বানানো পুতিনের ইমেজে ভাটা পড়েছে। কুরস্কে সেনা অনুপ্রবেশের মধ্য দিয়ে ইউক্রেন গোটা বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছে বলেও মত তাদের।
রাশিয়ার কুরস্ক অঞ্চলের একটি শহর দখল নিলো ইউক্রেন
রাশিয়ার কুরস্ক অঞ্চলের একটি শহর দখল নিয়েছে ইউক্রেন। শুধু তাই নয়, সেখানে সামরিক কার্যালয় স্থাপন করেছে কিয়েভের সেনাবাহিনী। শহরের খুব কাছেই রাশিয়ার গ্যাস সরবরাহের টার্মিনাল থাকায় ইউরোপে গ্যাস সরবরাহ ব্যাহত হওয়ার আশঙ্কা করা হচ্ছে। এদিকে, রাশিয়ার অভ্যন্তরে ইউক্রেনের হঠাৎ হামলা, পশ্চিমা সমরাস্ত্রের ব্যবহারে জো বাইডেন পড়ে গেছেন উভয় সংকটে।
রাশিয়ার হুমকি উপেক্ষা; কুরস্কে অবস্থান ইউক্রেনীয় সেনাদের
এ যেন মুদ্রার এপিঠ-ওপিঠ। রাশিয়ার কুরস্ক অঞ্চলে জেলেনস্কি প্রশাসনের সেনা অনুপ্রবেশের ঘটনা যেন সেটাই প্রমাণ করে। রাশিয়ার হুমকি উপেক্ষা করে বীরদর্পে এখনও কুরস্কে অবস্থান করছেন ইউক্রেনীয় সেনারা। রুশ ভূখণ্ডে পরিকল্পিত হামলায় ইউক্রেনের সেনাবাহিনী ভাসছে সামরিক বিশ্লেষকদের প্রশংসায়। এদিকে, এই অভিযানে যুক্তরাষ্ট্র জড়িত, এমন অভিযোগ আনার আগেই ওয়াশিংটন বলছে, এই হামলার সঙ্গে তাদের কোনো সম্পৃক্ততা নেই।