দেশে এখন
0

'অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচন দিতে অযৌক্তিক সময় নেবে না'

অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচন দিতে অযৌক্তিক সময় নেবে না বলে আশ্বাস দিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। আজ (শনিবার, ৩১ আগস্ট) তিনি এমন আশ্বাস দিয়েছেন বলে জানিয়েছেন সাতটি ইসলামি সমমনাসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ। তারা আরও জানান, বৈঠকে নির্বাচনী ব্যবস্থার সংস্কার ও ইসি পুনর্গঠনসহ বিভিন্ন প্রস্তাবনা দেয়া হয়েছে। এছাড়া শিগগিরই নির্বাচনী রোডম্যাপ ঘোষণার আহ্বান জানিয়েছে ইসলামি শাসনতন্ত্র আন্দোলন। আর স্থানীয় সরকার নির্বাচন দিয়ে নির্বাচনী ট্রেনে ওঠার দাবি এলডিপির।

ছাত্র জনতার অভ্যুত্থানে ক্ষমতা নেয়া অন্তর্বর্তী সরকারের মেয়াদ প্রায় তিন সপ্তাহ চলে। এরইমধ্যে, রাজনৈতিক দলগুলো দাবি তুলছে নির্বাচনি রূপরেখা নিয়ে।

যদিও সরকার বলছে, রাষ্ট্র সংস্কারের পরই নির্বাচন হবে। তাই সংস্কার ইস্যুতে আলোচনায় রাজনৈতিক দলগুলোকে আহ্বান করেন প্রধান উপদেষ্টা। উপদেষ্টার বাসভবন যমুনায় বিকেল ৩টার আগেই প্রবেশ করেন সাতটি ইসলামি রাজনৈতিক দলের প্রতিনিধিরা।

প্রায় ৪০ মিনিট বৈঠক শেষে বের হয়ে হেফাজত নেতা মামুনুল হক জানান, শাপলা চত্বর হত্যাকাণ্ডের পুনরায় তদন্ত করে বিচার করতে হবে। এছাড়া সংবিধানের ষোড়শ সংশোধনী বাতিলের আহ্বান জানান তিনি।

মামুনুল হক বলেন, 'সারাদেশব্যাপী সকল ভোটাধিকার প্রয়োগকারীদের যেন প্রতিনিধিত্ব যেন জাতীয় সংসদে নিশ্চিত করা যায় সে ধরনের মৌলিক পরিবর্তনের প্রস্তাবনা আমরা দিয়েছি। অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচন দিতে অযৌক্তিক সময় নেবে না বলে আশ্বাসও দিয়েছেন।'

একই সুরে কথা বলেন অন্য ধর্মীয় রাজনৈতিক দলের নেতারাও। নির্বাচন কমিশন সংস্কারসহ স্থানীয় সরকার ব্যবস্থা, প্রশাসন, ব্যাংক, শিক্ষা, ও আইনি ব্যবস্থার সংস্কারের আহ্বান জানান তারা।

একজন নেতা বলেন, 'এই গণহত্যার সাথে যারা জড়িত, যারা যারা যুক্ত তাদের সকলকে দ্রুততম সময়ের মধ্যে আমরা বিচারের আওতায় আনার জন্য প্রধান উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করেছি।'

নির্বাচনের পরিবেশ নিশ্চিত করে শিগগিরই রূপরেখা প্রণয়নের আহ্বান জানায় ইসলামি আন্দোলন বাংলাদেশ। চরমোনাই আমির বলেন, আসন্ন দুর্গাপূজা উপলক্ষ্যে কেউ যেন নৈরাজ্য সৃষ্টি করতে না পারে সেজন্য ইসলামি দলগুলোকে ঐক্যবদ্ধ থাকার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা।

ইসলামি আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহম্মদ রেজাউল করিম বলেন, 'একটা নির্ভরযোগ্য প্রশ্নবিদ্ধ ছাড়া কমিশন গঠনের মাধ্যমে এই অন্যায়কারীদের চিহ্নিত করে তাদের শাস্তির ব্যবস্থা করা। এবং সুন্দরভাবে প্রশাসনসহ আইনশৃঙ্খলা রক্ষাবাহিনীসহ সর্বত্র দেশ সুন্দর পরিচালনার ব্যাপারে আমরা তাদের পরামর্শ দিয়েছি।'

এদিকে আওয়ামী লীগের রাজনীতি বাতিলের দাবি জানিয়েছে এলডিপি সভাপতি কর্ণেল অলি। স্থানীয় সরকার নির্বাচনের তারিখ ও শিগগিরি জাতীয় নির্বাচনের রূপরেখা ঘোষণা করতে অন্তর্বর্তী সরকারকে আহ্বান জানিয়েছে এলডিপি।

কর্ণেল অলি বলেন, 'আমাদের হাজারো ছেলেমেয়েদের হত্যা করার জন্য, ১৫ বছরে আরও কয়েক হাজার গুম করার জন্য তাদেরটা কেন বাতিল হবে না? এটা বাতিল করা অত্যন্ত প্রয়োজন। না হলে আগামীতেও বাংলাদেশে স্বৈরাচারের জন্ম হবে।'

পরে উপদেষ্টার সঙ্গে বৈঠক করেন, জাতীয়তাবাদী সমমনা দলের নেতারা। তারা জানান, নির্বাচন কমিশন সংস্কার করেই নির্বাচন দেয়া হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা।

tech