মডেল দুটি হলো গ্যালাক্সি ট্যাব এস টেনপ্লাস ও এস টেন আল্ট্রা। এর মাধ্যমে ভ্যানিলা মডেল বাজারজাতের সম্ভাবনাও কমে এসেছে বলে জানিয়েছেন বাজার বিশ্লেষকরা।
সম্প্রতি ফাস হওয়া ছবিতে গ্যালাক্সি এস টেনপ্লাস ও এস টেন আল্ট্রা দেখা গেছে। তবে দুটি ডিভাইসের মধ্যে বড় পার্থক্যের বিষয় হচ্ছে আল্ট্রা মডেলে থাকা নচ ডিসপ্লে।
গ্যালাক্সি ট্যাব এস নাইন আল্ট্রা থেকে এ ডিজাইন নেয়া হয়েছে। এস টেনপ্লাসে নচ ডিজাইন দেয়া হয়নি।
ডিজাইনের দিক থেকে দুটি ডিভাসই আগের মডেলগুলোর মতো। স্যামসাংও ডিভাইসের ডিজাইনে তেমন কোনো পরিবর্তন আনে নি। এর মাধ্যমে একটি বিষয় নিশ্চিত যে দক্ষিণ কোরিয়ার প্রযুক্তি জায়ান্টটি ডিজাইনের পরিবর্তে ফিচার ও সফটওয়্যার উন্নয়নে কাজ করতে আগ্রহী।
অক্টোবরে ডিভাইস দুটি বাজারে আসতে পারে বলে মনে করছেন প্রযুক্তিবিদরা। সিলভার ও গ্রাফাইট এ দুই রঙে ট্যাবগুলো পাওয়া যাবে। তবে কত তারিখে এগুলো বাজারে আসবে সে বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানা যায়নি।
চীনের থ্রিসিতে ট্যাব দুটি সার্টিফিকেশন পেয়েছে। অর্থাৎ এগুলোতে ৪৫ ওয়াটের ওয়্যারড চার্জিং সুবিধা থাকবে। তবে চার্জিং স্পিডে কোনো পরিবর্তন থাকবে কি না সেটি নিশ্চিত নয়। এবারও ডিভাইসের সঙ্গে কোনো চার্জার দেবে না স্যামসাং।
গ্যালাক্সি এস টেনপ্লাস ও এস টেন আল্ট্রা দুই ডিভাইসেই মিডিয়াটেকের ডাইমেনসিটি ৯৩০০প্লাস প্রসেসর ব্যবহার করা হতে পারে।