সম্প্রতি এক ঘোষণায় কোম্পানির প্রধান নির্বাহী (সিইও) সাই লিক্সিং জানান, অক্টোবরে ডাইমেনসিটি ৯৪০০ চিপসেট উন্মোচন করা হবে।
কোম্পানির তথ্যানুযায়ী, ডাইমেনসিটি ৯৪০০ চিপসেটটি বাজারে থাকা অধিকাংশ অন ডিভাইস লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল পরিচালনায় সক্ষম। নতুন এ ফ্ল্যাগশিপ চিপসেটের মাধ্যমে কোম্পানির আয় বৃদ্ধির বিষয়ে আশা প্রকাশ করেছেন সিইও সাই লিক্সিং।
গত ৩১ জুলাই আয়োজিত এক সংবাদ সম্মেলনে নতুন চিপসেট বাজারজাতের বিষয়ে কোম্পানির পক্ষ থেকে জানানো হয়। সেখানে পাওয়া তথ্যানুযায়ী, ডাইমেনসিটি ৯৪০০ অন্য চিপসেটের তুলনায় এআইনির্ভর কাজ ৪০ শতাংশ বেশি দ্রুত সম্পাদন করতে পারবে।
সেন্ট্রাল প্রসেসিং ইউনিট (সিপিইউ) কনফিগারেশনের বিষয়ে গুঞ্জন রয়েছে, ডাইমেনসিটি ৯৪০০ এ বিদ্যুৎ সাশ্রয়ী কোর দেয়া হয়নি। চিপসেটে এআরএমের ব্ল্যাকহক সিপিইউ আর্কিটেকচার ব্যবহার করা হবে।
এছাড়াও চিপসেটটিতে সবচেয়ে বড় ডাই ব্যবহার করা হয়েছে, যেখানে তিন হাজার কোটি ট্রানজিস্টর থাকতে পারে।
অন্যদিকে গাড়ির জন্য চিপ তৈরিতে কাজ করছে মিডিয়াটেক ও এনভিডিয়া। আগামী বছর নাগাদ এটি বাজারে আসতে পারে। বিভিন্ন সূত্রের তথ্যে, চিপের জন্য গ্রাফিকস প্রসেসিং ইউনিট (জিপিইউ) এবং সিপিইউ ও আইএসপি সরবরাহ করবে মিডিয়াটেক। এ চিপের মাধ্যমে ২০২৭ ও ২০২৮ সাল নাগাদ অটোমোটিভ খাতে বড় পরিবর্তন আনার বিষয়ে আশাবাদী মিডিয়াটেকের সিইও।