প্রযুক্তি সংবাদ
তথ্য-প্রযুক্তি
0

গুগল মেসেজে নতুন সেন্ড বাটন চালু

সম্প্রতি গুগল মেসেজের ডিজাইনে বেশ কিছু পরিবর্তন আনা হয়েছে। বিশেষ করে কথোপকথনের ক্ষেত্রে নতুন সেন্ড বাটন চালু করা হয়েছে। প্রাথমিক পর্যায়ে এটিকে খুব সামান্য মনে হলেও ব্যবহারকারীদের অভিজ্ঞতার উন্ননের গুগলের প্রচেষ্টার অংশ এটি।

নতুন আপডেটের মধ্যে সেন্ড বাটনের ডিজাইনে পরিবর্তন আনা হয়েছে। আগে সেন্ড বাটনকে পেপার এয়ারপ্লেন আইকনের ডিজাইনে দেয়া হয়েছিল। সে সময় অ্যাপ ব্যাকগ্রাউন্ডের সঙ্গে বাটন মিশে যেত। এছাড়াও লাইট থিম ব্যবহার করলে আইকন কালো হয়ে যেত।

বর্তমানে যে ডিজাইন করা হয়েছে তা সম্পূর্ণ বিপরীত বলে জানিয়েছে কোম্পানি। বর্তমানে সেন্ড বাটনে ডায়নামিক কালার ডিজাইন দেয়া হয়েছে।

এছাড়াও ব্যবহারকারী চাইলে আলাদা কাস্টম বাবল থিম নির্বাচন করতে পারবে। সে অর্থে ব্যাকগ্রাউন্ড থিম অনুযায়ী সেন্ড বাটনের রঙ পরিবর্তন হবে।

গুগল মেসেজের আরেকটি ফিচার হচ্ছে আরসিএস এন্ড-টু-এন্ড এনক্রিপশন লক আইকন বা জেমিনি স্পার্কল, যা সেন্ড বাটনের কোণায় থাকে। ব্যবহারকারীর মেসেজ নিরাপত্তার সঙ্গে পাঠানো হচ্ছে কি না সে বিষয়টি এ আইকনের মাধ্যমে নির্ধারণ করা যায়।

বর্তমানে মেসেজের বেটা ভার্সনে নতুন ফিচারগুলো চালু করা হয়েছে। পর্যায়ক্রমে সব ব্যবহারকারীর কাছে এটি চলে যাবে। সে হিসেবে প্রযুক্তিবিদদের অভিমত, গুগল মেসেজের নতুন ডিজাইনটি ব্যবহারকারীদের আকৃষ্ট করতে সক্ষম হয়েছে।

tech