বিদেশে এখন
0

বিনা অনুমতিতে বিক্ষোভ মিছিল, ভারতে স্যামসাং ইলেকট্রনিক্সের ১০৪ জন কর্মী গ্রেপ্তার

ভারতে স্যামসাং ইলেকট্রনিক্সের ১০৪ জন কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের বিরুদ্ধে অভিযোগ, বিনা অনুমতিতে আজ (সোমবার, ১৬ সেপ্টেম্বর) বিক্ষোভ মিছিল বের করার পরিকল্পনা করছিলেন তারা। মজুরি বৃদ্ধিসহ বিভিন্ন দাবিতে চেন্নাইতে এক সপ্তাহ ধরে কর্মবিরতি পালন করছেন দেড় হাজার কর্মী।

বিশ্বের অন্যতম শীর্ষ প্রযুক্তি জায়ান্ট স্যামসাং ইলেকট্রনিক্সের ভারতে যে দু'টি কারখানা আছে, তার মধ্যে একটি তামিলনাড়ু রাজ্যের শ্রীপেরুমবুদুরে। প্রাদেশিক রাজধানী চেন্নাইয়ের কাছেই অবস্থিত এ কারখানায় এক সপ্তাহের বেশি সময় ধরে কর্মবিরতিতে আছেন কর্মীরা।

ভারত থেকে স্যামসাংয়ের বার্ষিক এক হাজার ২শ' কোটি ডলারের রাজস্বের এক-তৃতীয়াংশই শ্রীপেরুমবুদুর কারখানার অবদান। টেলিভিশন, রেফ্রিজারেটর ও ওয়াশিং মেশিনের মতো পণ্য উৎপাদন হয় এ কারখানায়। সপ্তাহভর কর্মবিরতিতে কারখানাটিতে উৎপাদন ব্যাহত হচ্ছে বলে গুণতে হচ্ছে ক্ষতিও।

এর আগে গেল বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা কর্তৃপক্ষ ও রাজ্য সরকারের সঙ্গে আলোচনায় বসেছিলেন বিক্ষোভরত কর্মীরা।

শ্রমিক ইউনিয়ন নেতা  ই. মুথুকুমার বলেন, ‘আমরা রাজ্যের অর্থমন্ত্রীর সঙ্গে দেখা করে আলোচনার চেষ্টা করেছি। আমাদের দাবি পূরণ হলে খুশি হতাম। দাবি আদায় না হওয়া পর্যন্ত বিক্ষোভ অব্যাহত থাকবে।’

স্থানীয় শ্রমমন্ত্রীর সঙ্গে বৈঠকেও কোনো সমাধান না আসায় এবং চুক্তি ছাড়াই আলোচনা শেষ হওয়ায় বিক্ষোভ অব্যাহত রাখেন কর্মীরা। গেল কয়েক বছরের মধ্যে ভারতের শিল্প খাতে এ ঘটনাকে দেখা হচ্ছে সবচেয়ে বড় অস্থিরতা হিসেবে। কারখানাটির ১৭শ' কর্মীর মধ্যে দেড় হাজারই যোগ দিয়েছেন বিক্ষোভে।

এ অবস্থায় সোমবার বিক্ষোভরত শতাধিক কর্মীকে গ্রেপ্তার করে পুলিশ। অভিযোগ- বিনা অনুমতিতে বিক্ষোভ মিছিল বের করার পরিকল্পনা করছিলেন ওই শ্রমিকরা। পুলিশ জানিয়েছে, এতো লোককে রাখার জায়গা নেই বলে স্থানীয় থানার বদলে একটি কমিউনিটি সেন্টারে রাখা হয়েছে গ্রেপ্তারকৃত শ্রমিকদের।

বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, মজুরি বৃদ্ধি, ভারতের কেন্দ্রীয় শ্রমিক ইউনিয়ন সমর্থিত শ্রীপেরুমবুদুর স্যামসাং কারখানার শ্রমিক ইউনিয়নে স্বীকৃতি এবং কর্মঘণ্টা নির্ধারণের দাবি বিক্ষোভরত শ্রমিকদের। বাইরের শ্রমিক সংগঠন সমর্থিত অভ্যন্তরীণ শ্রমিক ইউনিয়নে স্বীকৃতি দিতে স্যামসাং রাজি না হলেও গেল শুক্রবার প্রতিষ্ঠানটি জানায়, যতো দ্রুত সম্ভব সংকট সমাধানের মাধ্যমে শ্রীপেরুমবুদুর কারখানায় উৎপাদন শুরুর চেষ্টা চলছে।

দক্ষিণ কোরিয়াভিত্তিক বহুজাতিক প্রতিষ্ঠানটির অন্যতম প্রধান ক্রমবর্ধনশীল বাজার দক্ষিণ এশিয়ার শীর্ষ অর্থনীতির দেশ ভারত। ভারতে বৈদ্যুতিক পণ্যের সবচেয়ে বড় ভোক্তা শ্রেণিও স্যামসাংয়ের ক্রেতা।

ইএ

এই সম্পর্কিত অন্যান্য খবর