এরপর সনি বেশ কয়েকমাস ধরে এ প্রকল্পে কাজ করছে। প্রযুক্তিবিদ ও সংশ্লিষ্টদের মতে, ভিশন প্রোর জন্য গেমিং সেরকম উল্লেখযোগ্য কোনো ফিচার নয়। কেননা এতে সাধারণ ভার্চুয়াল কন্ট্রোলার সাপোর্ট করে না। কিন্তু এ চিন্তাধারায় পরিবর্তন আনার জন্য সনির সঙ্গে কাজ করার আগ্রহ প্রকাশ করেছে অ্যাপল।
সংশ্লিষ্ট সূত্রের তথ্যানুযায়ী, এরই মধ্যে প্লেস্টেশন ভিআরটু সেন্স কন্ট্রোলারে সাপোর্ট চালুতে অনেকটাই এগিয়েছে অ্যাপল ও সনি। তবে নতুন সমস্যার কারণে সুবিধাটি এখনও চালু করা সম্ভব হয় নি বলে জানিয়েছেন গুরম্যান। মূলত সনি নিজস্ব হেডসেটের বাইরে আলাদাভাবে কন্ট্রোলার তৈরি ও বিক্রি করে না।
সে হিসেবে অনেকের ধারণা প্রকল্প বা উদ্যোগটি আলোর মুখ নাও দেখতে পারে। তবে গুরম্যানের তথ্যানুযায়ী, এ প্রকল্প ঘিরে এখনো আশা আছে। প্রযুক্তিবিদদের মতে, ভিশন প্রো হেডসেটে সনির কন্ট্রোলার ব্যবহার করা গেলে গেমিং ছাড়াও বিভিন্ন সুবিধা পাওয়া যাবে। যার মধ্যে আই ও গেসচার নির্ভর কন্ট্রোল রয়েছে।—এনগ্যাজেট