প্রযুক্তি সংবাদ
তথ্য-প্রযুক্তি
0

মোবাইল অ্যাপের ডিজাইনে পরিবর্তন এনেছে টুইচ

লাইভ স্ট্রিমিংয়ের জন্য গেমারদের অন্যতম পছন্দের প্লাটফর্ম টুইচ। ব্যবহারিক অভিজ্ঞতার উন্নয়নে মোবাইল অ্যাপকে নতুন ডিজাইনসহ উন্মোচন করেছে প্লাটফর্মটি। এর আগে মার্চে কোম্পানিটি মোবাইল অ্যাপে সমস্যার বিষয় স্বীকার করে। এরপরই অ্যাপের উন্নয়নে কাজ শুরু করে।

প্রযুক্তিবিদদের মতে, অধিকাংশ গেমার ডেস্কটপ ও ওয়েব প্লাটফর্মে টুইচ ব্যবহার করে থাকে। তবে বর্তমানে অর্ধেকের বেশি ব্যবহারকারীর কাছে মোবাইল অ্যাপও জনপ্রিয় হয়ে উঠেছে।

সংশ্লিষ্টদের তথ্যানুযায়ী, ছয় মাসেরও বেশি সময় ধরে অ্যাপটির ডিজাইন নিয়ে কাজ চলছে। এর মধ্যে ভিডিও প্লেয়ারে বড় পরিবর্তন আনা হয়েছে, যা দেখার অভিজ্ঞতায় আরও পরিবর্তন আনবে। এছাড়াও ডিসকভার সেকশনে পরিবর্তন আনা হয়েছে। ফলে কোনো কিছু খুঁজে পাওয়া আরও সহজ হবে।

মোবাইল অ্যাপ ব্যবহারের অভিজ্ঞতাকে আরও উন্নত করতে হোমপেজেও বেশ কিছু ফিচার যুক্ত করেছে টুইচ। ব্যবহারকারীরা এখন থেকে ফলো দেয়া চ্যানেলগুলোর নতুন আপডেট আলাদা ট্যাব থেকে দেখতে পারবে। এছাড়াও ক্লিপ ট্যাবের মাধ্যমে ভিডিও স্নিপেটে সহজে প্রবেশ করা যাবে।

অন্যদিকে অ্যাপে ইনস্টাগ্রামের মতো স্টোরিজ প্যানেল যুক্ত করা হয়েছে। যেখানে পছন্দের কনটেন্ট নির্মাতাদের ভিডিও দেখা যাবে। আইওএস ও অ্যান্ড্রয়েড দুই প্লাটফর্মের ব্যবহারকারীদের জন্য নতুন আপডেট চালু করা হয়েছে।

মোবাইল অ্যাপের উন্নয়নে প্রতিনিয়ত কাজ করছে টুইচ। প্রযুক্তিবিদদের মতে, ভবিষ্যতে হয়ত এই প্লাটফর্মের পক্ষ থেকে আরও সুযোগ সুবিধা যুক্ত করা হবে।

এএইচ

এই সম্পর্কিত অন্যান্য খবর