ক্রিকেট
এখন মাঠে
0

কথা কমিয়ে দিয়ে ক্রিকেটের ভালোর জন্য কাজ করবো: বিসিবির নতুন সভাপতি

কথা কমিয়ে দিয়ে দেশের ক্রিকেটের উন্নয়নে কাজ করা হবে বলে জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নতুন সভাপতি ফারুক আহমেদ। আজ (বুধবার, ২১ আগস্ট) বিকেলে বিসিবি কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।

সভাপতি ফারুক আহমেদ বলেন, ‘কথা কমিয়ে দিয়ে ক্রিকেটের ভালোর জন্য আমরা কাজ করবো। যতদিন দায়িত্বে থাকবো ততদিনের মধ্যে দুর্নীতি যা হয়েছে, সেটা আমরা দেখবো।’

তিনি বলেন, ‘সভাপতি থাকা অবস্থায় সুন্দর একটা সিস্টেম তৈরি করতে চাই। আগামী নির্বাচনের আগে গঠনতন্ত্রে একটু হাত দিতে চাই।’

নতুন সভাপতি বলেন, ‘সভাপতি থাকা অবস্থায় বাংলাদেশের সর্বোচ্চ সাফল্য দেখতে চাই। ভালো কাজ করছে বিসিবিতে এমন নতুন পরিচালক যুক্ত করার চেষ্টা করবো। নির্বাচকদের সর্বোচ্চ স্বাধীনতা দেয়ার চেষ্টা করবো।’

এসময় তিনি গণমাধ্যমকে ক্রিকেটের বৃহত্তর স্বার্থ দেখে কাজ করার আহ্বানও জানান। বাংলাদেশের হেড কোচ হাথুরুসিংহকে দায়িত্বে না রাখতে বিসিবির প্রক্রিয়া অনুযায়ী কাজ করা হবে বলেও জানান তিনি।

tech