দেশে এখন
0

ময়মনসিংহ-শেরপুর মহাসড়ক নির্মাণে সমৃদ্ধ হবে চরাঞ্চলের কৃষি অর্থনীতি

শেরপুর থেকে ময়মনসিংহ পর্যন্ত ১ হাজার ৮৪২ কোটি ২৬ লাখ টাকা ব্যয়ে তৈরি হচ্ছে বিকল্প মহাসড়ক। নতুন এই মহাসড়ক নির্মাণ শেষ হলে চরাঞ্চলসহ লাখো মানুষের ভাগ্য খুলবে বলে মনে করেন সংশ্লিষ্টরা। ২০২২ সালের মে মাসে শুরু হওয়া এই সড়কের কাজ শেষ হওয়ার কথা ২০২৫ সালের জুনে। এতে করে চরাঞ্চলের কৃষি অর্থনীতি আরও সমৃদ্ধ হবে বলে মনে করেন স্থানীয়রা।

শেরপুর-ময়মনসিংহের বিকল্প মহাসড়ক নির্মাণ কাজ চলছে। শেরপুরের কানাশাখোলা থেকে ভীমগঞ্জ-নারায়ণখোলা-রামভদ্রপুর-পরাণগঞ্জ হয়ে ময়মনসিংহের রহমতপুরে মিলিত হবে নতুন এই মহাসড়ক।

নির্মাণকাজ শেষ হলে যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের পাশাপাশি ব্রহ্মপুত্র নদের পাশের চরাঞ্চলের কৃষি অর্থনীতি আরও সমৃদ্ধ হবে বলে মনে করছেন স্থানীয়রা।

স্থানীয় একজন বলেন, 'আমরা বিভিন্ন ফসল ফলাই, কিন্তু, এই গ্রামে বেচে পোষায় না। রাস্তা হচ্ছে, যদি আমরা শহরের বাজারে নিয়ে বিক্রি করতে পারি তাহলে ভালো দাম পাবো। রাস্তা ভালো হওয়ার জন্য রাস্তায় মানুষের যাতায়াত বাড়লে আমাদের ব্যবসাবাণিজ্যও ভালো চলবে।'

১০ মিটার প্রস্থ ও ৪৪.৯ কিলোমিটার দীর্ঘ এই মহাসড়কের ভূমি অধিগ্রহণে খরচ হয়েছে ৬৮ কোটি টাকা। এছাড়া কালভার্ট, সেতুসহ মহাসড়কটির মোট ব্যয় ধরা হয়েছে ১ হাজার ৮৪২ কোটি টাকা।

শেরপুর সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. শাকিরুল ইসলাম বলেন ,'প্রকল্পে খরচ সবমিলে ১ হাজার ৮০০ কোটি টাকা। আর শেরপুর অংশে ৩৩০ কোটি টাকা রয়েছে। আর কিছু টাকা ধরা হয়েছে জমি অধিগ্রহণের জন্য। এটা পাওয়া গেলেই শেরপুরের মোট ব্যয়টা দেখা যাবে।'

এসএস