কাঁচাবাজার
বাজার
0

কোটা সংস্কার আন্দোলনের প্রভাবে লাগামহীন পণ্যের বাজার

লাগামহীন সব ধরনের পণ্যের বাজার। ব্যবসায়ীরা বলছেন, গেল কয়েকদিন ধরে কোটা সংস্কার আন্দোলনে বিভিন্ন মহাসড়কে যান চলাচল সীমিত থাকায় সরবরাহ একেবারেই কমে গেছে। যার প্রভাব পড়েছে রাজধানীর বাজারগুলোতে।

রাজধানীর কারওয়ান বাজার ঘুরে দেখা যায়, অনেকটা লাগামহীন হয়ে পড়েছে সবজির বাজার। চার-পাঁচ দিনে দাম বেড়ে দ্বিগুণ হয়েছে কোনো কোনো সবজির দর। হাতেগোনা তিন-চারটা ছাড়া বাকি সবজিগুলোর দাম বেড়েছে। পেঁপে বিক্রি হচ্ছে ৫০ টাকা কেজিতে।

ব্যবসায়ীদের যুক্তি, সম্প্রতি টানা বৃষ্টিতে ক্ষেতে পানি জমে যায়। তাতে অনেক সবজি গাছ মরে গেছে। তবে কোটা সংস্কার আন্দোলনে বিভিন্ন মহাসড়ক অবরোধ থাকায় সরবরাহ একেবারেই কমে গেছে রাজধানীর বাজারগুলোতে। যেকারণে দামেও প্রভাব পড়েছে।

তারা বলেন, প্রত্যেকটা পণ্য কেজিতে ৩০-৪০ টাকা বেড়ে যায়। পেঁপে ৫০, কচু ৮০ ও পটল ৪০ টাকা কেজিতে বিক্রি করতেছি। বৃষ্টির কারণে অনেক সবজি নষ্ট হয়ে গেছে। তাই বাজারে আমদানি হইছে কম, দামও বেশি।

বাজারে বেড়েছে সব ধরনের মাছের দাম। চাষের মাছের দর কিছুটা কম হলেও বড় আকৃতির ইলিশের স্বাদ নিতে গুণতে হবে কেজিতে ২ হাজার টাকা। তবে দাম অপরিবর্তিত রয়েছে গরু ও খাসির মাংসের। কিছুটা কমেছে মুরগির বাজার।

ক্রেতারা বলেন, যেখানে এককেজি খাওয়ার কথা সেখানে আধা কেজি খেতে হয়। প্রতিদিন জিনিসের দাম বাড়তেছে। বাজেট তো ফেইল হয়ে যায়। এ বিষয়ে বাজার মনিটরিং করা দরকার।

নিয়মিত বাজারে আসা ক্রেতাদের অভিযোগ, পণ্যের দাম ওঠানামা করলেও নেই তদারকি। অন্যদিকে কৃষি বিপণন অধিদপ্তরের তথ্যমতে, সবজির উৎপাদন খরচ কেজিপ্রতি ৮ থেকে ১৯ টাকার মধ্যে।