ঈদের আগে রাজধানীতে বেড়েছে মাংসের দাম, স্থিতিশীল মসলা-চালের বাজার

দেশে এখন , কাঁচাবাজার
বাজার
0

ঈদের আগমুহূর্তে রাজধানীর বাজারে বেড়েছে সব ধরনের মাংসের দাম। সপ্তাহের ব্যবধানে বেড়েছে সোনালী ও ব্রয়লার মুরগির দাম। দাম বাড়ার তালিকায় আছে গরু ও খাসির মাংসও। তবে তরল দুধের দাম কিছুটা বাড়লেও স্থিতিশীল রয়েছে সেমাই, নুডলস, পোলাওয়ের চাল ও মসলার দাম। দাম নিয়ন্ত্রণে থাকায় সন্তুষ্ট ক্রেতারাও।

আর কদিন বাদেই ঈদ। এরমধ্যেই ঢাকা ছাড়তে শুরু করেছেন রাজধানীবাসী, ফাঁকা হচ্ছে ঢাকা। তবে ক্রেতা কমের বাজারেই বেড়েছে সব ধরনের মাংসের দাম।

সপ্তাহের ব্যবধানে সোনালী মুরগির দাম কেজিতে ৪০ টাকা বেড়ে বিক্রি হচ্ছে ৩২০ টাকা দরে আর একই সময়ের ব্যবধানে ব্রয়লার মুরগির দাম কেজিতে ২০ টাকা বেড়ে বিক্রি হচ্ছে ২২০ টাকা দরে। বাড়তি দামেই মাংস কিনতে হচ্ছে ক্রেতাকে।

বিক্রেতাদের একজন বলেন, ‘গত সপ্তাহ থেকে এই সপ্তাহে ব্রয়লারে কেজিতে বাড়ছে ২০ টাকা করে।’ ক্রেতাদের একজন বলেন, ‘প্রতি সপ্তাহে আমাদের বাজারের দাম পরিবর্তন হলেও আমাদের তো ইনকাম চেঞ্জ হচ্ছে না।’

ঈদের আগে বেড়েছে গরু ও খাসির মাংসের দামও। ৫০ টাকা বেড়ে খাসির মাংস বিক্রি হচ্ছে ১ হাজার ২৫০ টাকা দরে আর গরুর মাংসের দাম কেজিতে ৩০ টাকা বেড়ে বিক্রি হচ্ছে ৭৮০ টাকা দরে।

তবে তরল দুধের দাম কিছুটা বাড়লেও স্থিতিশীল রয়েছে ঈদের দিনের পণ্য হিসেবে পরিচিত সেমাই, নুডলস, পোলাওয়ের চালসহ প্রায় সব ধরনের মসলার দাম। এসব পণ্যের বাজার নিয়ন্ত্রণে রাখায় সরকারকে ধন্যবাদ জানায় ক্রেতারা।

বিক্রেতাদের একজন বলেন, ‘প্রতিবারের রমজান থেকে এবারের রমজানে দাম তুলনামূলক কম।’

এদিকে লেবু, শসা ও বেগুন আগের মতোই বেশি দামে বিক্রি হলেও স্থিতিশীল রয়েছে অন্যান্য সবজির দাম। দু-একটি বাদে স্থিতিশীল রয়েছে সব ধরনের মাছের দামও।

ইএ