ঈদের ছুটির আগে শেষ সাপ্তাহিক ছুটি। তাই বাজারে বেশিরভাগের আগ্রহের কেন্দ্রে পোলাও চাল, বাহারি পদের সেমাই, কিসমিস বাদামসহ বিভিন্ন মসলা সামগ্রী। ক্রেতারা বলছেন, বিগত কয়েক বছরের চেয়ে এবার অনেকটাই স্থিতিশীল এসব পণ্যের দর। বাজারে নেই কৃত্রিম সংকট, রয়েছে পর্যাপ্ত মজুত।
রাজধানীর কারওয়ান বাজার ঘুরে দেখা যায়, খোলা পোলাও চাল কেজিপ্রতি মিলছে ১১০ থেকে ১২০ টাকায়। আর প্যাকেটজাত পোলাও চালের কেজি ১৫৫ থেকে ১৬৫ টাকায়, যা আগের সপ্তাহ থেকে কিছুটা বেশি। এছাড়া প্যাকেটজাত বিভিন্ন ধরনের সেমাইয়ের ২০০ গ্রামের প্যাকেট বিক্রি হচ্ছে ৩৫ থেকে ৪০ টাকায়।
রাজধানীর কাওরান বাজারে দীর্ঘ ১০ বছর যাবত নিত্যপণ্য ব্যবসায়ী আনোয়ার বলেন, 'বিগত ১০ বছরের তুলনায় এই বছর নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম সহনীয় পর্যায়ে রয়েছে নেই কোনো কৃত্রিম সংকট।'
তবে গত কয়েকদিনের তুলনায় কেজিপ্রতি ১৫ থেকে ২০ টাকা বেড়েছে ব্রয়লার মুরগির দর। আর সোনালি ও লেয়ার মুরগিতে কেজিপ্রতি দাম বেড়েছে ৩০ থেকে ৪০ টাকা।
ব্যবসায়ীরা বলছেন, খামারিদের উৎপাদন কমায় বেড়েছে মুরগির দাম। তবে আগের মতোই আছে গরু ও খাসির মাংসের দাম।
গত কয়েকদিনে বাজারে কমেছে সয়াবিন তেলের সংকট।