চলমান এই আন্দোলনে বিপাকে পড়েছেন সাধারণ মানুষ। রাজধানীর নিত্যদিনের যানজটের চাপের সাথে কোটা আন্দোলন ইস্যুতে তা আরও ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। শুরুর দিকে সড়কে গণপরিবহন থাকলেও আজ (মঙ্গলবার, ১৬ জুলাই) সারাদিন সড়কে গণপরিবহনের সংখ্যা ছিলো খুবই কম। যা মানুষকে চরম বিড়ম্বনায় ফেলে।
তাদের একজন বলেন, 'আমার মহাখালীতে একটা চাকুরির ভাইবা ছিল। কিন্তু গাড়ি না পাওয়ায় সেখানে যেতে পারছি না। শহরে মুভ করতে খুব সমস্যা হচ্ছে।'
কয়েকদিনে সড়কে ভোগান্তি থাকলেও স্বস্তি ছিলো রেলপথে। তবে মহাখালী রেলক্রসিংয়ে আন্দোলনকারীদের অবস্থানে রাজধানীর সাথে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়। বাড়ি ফেরা মানুষ চরম ভোগান্তিতে পড়ে।
আন্দোলনের দাবানল ছড়িয়ে পড়েছে রাজধানীর বাইরেও। সারাদেশেই সড়ক-মহাসড়ক অবরোধ করে আন্দোলন চালিয়ে যাচ্ছে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীরা। বেশ কিছু স্থানে হয়েছে যানবাহনে হামলা। চিকিৎসা প্রত্যাশীদের পাশাপাশি ক্ষতি হচ্ছে সামগ্রিক অর্থনৈতিক ব্যবস্থায়।
চাকরি প্রত্যাশীদের আন্দোলন যৌক্তিক বা অযৌক্তিক সেই আলোচনার বাইরেও বড় একটা অংশজুড়ে রয়েছে সাধারণ মানুষের ভোগান্তি। তাদের প্রত্যাশা জনদুর্ভোগ এড়িয়ে আন্দোলন হলে স্বস্তি মিলবে সাধারণের।