আজ (মঙ্গলবার, ২০ মে) দুপুরে ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের মেধা শহীদ চত্বর থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে ক্যাম্পাসের চতুর্দিক ঘুরে একই স্থানে শেষ হয়।
শিক্ষার্থীদের অভিযোগ, গত রোববার (১৮ মে) আবাসিক হলে ইলেকট্রিক্যাল বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী রাকিবুল ইসলামকে মারধর করে শাখা ছাত্রদলের নেতাকর্মীরা।
পরে ভুক্তভোগী শিক্ষার্থী রাকিবুল ইসলাম জানান, ক্যাম্পাসে আগের একটি মারামারির ঘটনায় ভিডিও ধারণ ও ফেসবুকে পোস্ট করেন তিনি। তার দাবি, গত ২৬ মার্চ সংশ্লিষ্ট ফেসবুক পোস্টের সূত্র ধরে বাকবিতণ্ডায় জড়িয়ে তাকে মারধর ও তার নগ্ন ভিডিও ধারণ করা হয়। হামলাকারীরা বর্তমানে ছাত্রদল সমর্থক হলেও, আগে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ করতেন।
এসময় সাধারণ শিক্ষার্থীরা হামলাকারীদের দ্রুত বিচার, ক্যাম্পাস ও আবাসিক হলে শতভাগ নিরাপত্তা নিশ্চিতসহ চার দফা দাবি তুলে ধরেন।