ঈদযাত্রা স্বস্তিদায়ক করতে টাঙ্গাইলে যানজট নিরসনে মতবিনিময় সভা

যানজট নিরসনে মতবিনিময় সভা
যানজট নিরসনে মতবিনিময় সভা | ছবি: এখন টিভি
0

আসন্ন ঈদুল আজহা উপলক্ষে মহাসড়কে যানজট কমিয়ে জনদুর্ভোগ হ্রাস করতে টাঙ্গাইলে অনুষ্ঠিত হয়েছে মতবিনিময় সভা। আজ (সোমবার, ১৯ মে) দুপুরে জেলা পুলিশের উদ্যোগে পুলিশ লাইনসের গ্রিল শেডে এই সভা অনুষ্ঠিত হয়।

সভায় ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে যানজটের মূল কারণ চিহ্নিত করে তা নিরসনে করণীয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়। ফিটনেসবিহীন যানবাহন চলাচল রোধ, ট্রাক না থামানো, যাত্রীদের নিরাপদ ওঠানামা, পথচারীদের নিরাপত্তা নিশ্চিতসহ নানা দিক তুলে ধরেন বক্তারা।

টাঙ্গাইলের পুলিশ সুপার মো. মিজানুর রহমানের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) রাকিবুল হাসান রাসেল, সেনাবাহিনীর টাঙ্গাইল সদর কমান্ডার লে. কর্নেল ইশতিয়াক, জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট টিএমএ মুকিত, সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী সিনথিয়া আজমেরী খান, যমুনা সেতুর নির্বাহী প্রকৌশলী আহসানুল কবির পাভেল ও টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি জাফর আহমেদ।

এনএইচ