গত বৃহস্পতিবার (২৭ জুন) ট্রাম্পের সঙ্গে বিতর্কে ধরাশায়ী হওয়ার পর থেকে প্রেসিডেন্ট প্রার্থীতা থেকে বাইডেনের সরে দাঁড়ানোর গুঞ্জন উঠে। এমনকি নিজের দল ডেমোক্রেটিক পার্টির ভেতর থেকে চাপের মুখে পড়েন তিনি।
বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, এক ফোনকলে বাইডেন জানান, আসন্ন নির্বাচনে লড়ছেন তিনি। ট্রাম্পের বিরুদ্ধে নির্বাচনী দৌড় থেকে তাকে কেউ বাইরে রাখতে পারবে না।
দল ও নির্বাচনী লড়াই থেকে বাইডেনের সরে যাওয়া নিয়ে এক প্রশ্নের জবাবে বিষয়টিকে উড়িয়ে দেন হোয়াইট হাউসের মুখপাত্র কারিন জন-পিয়ের।