ব্যাংকপাড়া
অর্থনীতি
0

তৃতীয় কিস্তির ১.১১৫ বিলিয়ন ডলার অনুমোদন আইএমএফের

ঋণের তৃতীয় কিস্তির ১ দশমিক ১১৫ বিলিয়ন ডলার অনুমোদন দিয়েছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)। গত সোমবার (২৪ জুন) বাংলাদেশ সময় রাতে ওয়াশিংটনের সদর দপ্তরে সংস্থাটির নির্বাহী পরিষদের বৈঠকে এই কিস্তির অনুমোদন দেয়া হয়।

আগামী দু'দিনের মধ্যে এই অর্থ বাংলাদেশের রিজার্ভে যুক্ত হবে বলে আশা করছে বাংলাদেশ ব্যাংক। এক্সটেন্ডেড ক্রেডিট ফ্যাসিলিয়টি ও রেজিলিয়েন্স অ্যান্ড সাসটেইরেবেলিটি ফ্যাসিলিয়টির অধীনে এই অর্থ ছাড় দেয় সংস্থাটি।

এর আগে গত ২৪ এপ্রিল থেকে ৮ মে পর্যন্ত সফর করে আইএমএফ এর প্রতিনিধি দল। সফর শেষে ঋণের তৃতীয় কিস্তি ছাড়ে শর্ত বাস্তবায়ন ও অর্থনীতি সংস্কারের বিষয়ে অগ্রগতি পর্যালোচনা শেষে সন্তুষ্টি প্রকাশ করে তারা।

তবে তার আগে রিজার্ভ ছাড়াও রাজস্ব আদায়, পুঁজিবাজার শক্তিশালী করা, ব্যাংক ও আর্থিক খাতে সুশাসন নিশ্চিত ও ভর্তুকি নীতি সংস্কারসহ নানা বিষয়ের শর্ত পূরণ করতে হবে বাংলাদেশকে।

এছাড়াও পূর্বে দু'টি কিস্তিতে ১১৬ কোটি ডলার ছাড় দেয় আইএমএফ।

এসএস