ক্রিকেট
এখন মাঠে
0

যুক্তরাষ্ট্রকে ১০ উইকেটে হারিয়ে সেমিফাইনালে গেল ইংল্যান্ড

সুপার এইটে যুক্তরাষ্ট্রকে ১০ উইকেটের বিশাল ব্যবধানে হারিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম দল হিসেবে সেমিফাইনালে ইংল্যান্ড। অন্যদিকে সুপার এইটেই শেষ হলো অ্যারন জন্সদের বিশ্বকাপ যাত্রা।

যুক্তরাষ্ট্রের দেয়া ১১৬ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরু থেকেই আক্রমণাত্বক ব্যাট চালায় জশ বাটলার ও ফিল স্লট। মাত্র ১০ ওভারের মধ্যেই ১১৭ রান করে দলের জয় নিয়ে মাঠ ছাড়েন এই দুই ব্যাটার।

মাত্র ৩৮ বলে ৮৩ রান করেন বাটলার। আর ফিল স্লট করেন ২১ বলে ২৫ রান। এরআগে কেনসিংটন ওভালে টস হেরে আগে ব্যাট করতে নেমে প্রথম ওভারেই ৯ রান তুলে ১ উইকেট হারায় যুক্তরাষ্ট্র।

৫ বলে ৮ রান করা গউসকে ফেরান ইংলিশ পেসার টপলি। এরপর টেইলরেক নিয়ে দলের হাল ধরেন নিতিশ কুমার। দুজন মিলে ৩৪ রানের এক জুটি গড়েন।

তবে ১২ রানে টেইলরকে কারান আউট করলে ভেঙ্গে যায় এই জুটি। চারে নামা অ্যারন জন্সও ১০ রানের বেশি করতে পারেননি। আদিল রাশিদের বলে সরাসরি বোল্ড হয়ে প্যাভিলিয়নে ফেরেন।

শেষদিকে আর কেউ দাঁড়াতে না পারলে ১১৫ রানেই থামে যুক্তরাষ্ট্রের ইনিংস। এদিন ইংলিশদের হয়ে একাই ৪ উইকেট নেন ক্রিস জর্ডান।

ইএ