দেশে এখন
0

তৃতীয় দিনে কমলাপুর রেলস্টেশনে উপচেপড়া ভিড়

ঈদযাত্রার তৃতীয় দিনে কমলাপুর রেলস্টেশনে আজ উপচেপড়া ভিড়। টিকিট থাকা অনেক যাত্রীও ভিড় ঠেলে ট্রেনে উঠতে লড়াই করেছেন। কয়েকটি ট্রেনের সূচিতে কিছুটা হেরফের হলেও শিডিউল মেনেই চলছে বেশিরভাগ ট্রেন। এদিকে আজ টিকিট কালোবাজারির অভিযোগে ১২ জনকে আটক করেছে র‌্যাব। জব্দ করা হয়েছে প্রায় ৫০০ টিকিট।

প্রতিটি বগির দরজায় যাত্রীদের ট্রেনে উঠার লড়াই। যাত্রীতে ঠাসা দরজা ছেড়ে এক পোশাক শ্রমিকের চোখ জানালায়। শেষে জানালা দিয়েই ট্রেনে উঠলেন তিনি। শুক্রবার (১৪ জুন) বেশিরভাগ ট্রেনের চিত্রই ছিলো এমন।

২টি স্পেশালসহ ৭০টি ট্রেন ছিলো সূচিতে। যেখানে বড় সূচি বিপর্যয় না ঘটলেও কয়েকটি ট্রেন বিলম্বে স্টেশন ছেড়েছে। বেশি দেরি হয়েছে রাজশাহী কমিউটার ট্রেনের। আড়াই ঘণ্টা পর ছাড়ে ট্রেনটি। তবে ঈদ উপভোগে ট্রেনে যাত্রা করতে পেরে খুশি যাত্রীরা।

তারা বলেন, অনেক কষ্ট করে ট্রেনে উঠতে পেরেছি। খুবই ভালো লাগছে। অনেক ভিড় তাই সিট পাইনি। তবুও আমরা খুশি কারণ পরিবারের সাথে ঈদ করতে পারবো।

শুক্রবার দেড় লাখ যাত্রী রেলপথে বাড়ি ফিরবে। বাড়তি চাপ সামাল দিতে ব্যবস্থা রাখা হয়েছে বলে জানান কমলাপুর রেলস্টেশন ম্যানেজার মোহাম্মদ মাসুদ সারওয়ার।

তিনি বলেন, 'আমাদের বিশেষ নিরাপত্তা ব্যবস্থা রয়েছে, সেই সাথে হেল্প ডেস্ক খোলা হয়েছে এবং চেকিং করা হচ্ছে। যাদেরকে আন্তঃনগর ট্রেনের টিকিট দেওয়া সম্ভব হচ্ছে না, তাদের জন্য কমিউটার ও মেইল ট্রেনের ব্যবস্থা করেছি।'

কালোবাজারি চক্রের ১২ সদস্যকে আটক করেছে র‌্যাব। ছবি: এখন টিভি

এদিকে ঈদের বাড়তি চাপের সুযোগে কালোবাজারিদের দাপট বাড়ে। টিকিট বিক্রি করা হয় কয়েকগুণ বেশি দামে। তেমনই ১২ জনকে আটক করছে র‌্যাব। জব্দ করা হয়েছে ৪ থেকে ৫০০টি টিকিট।

র‌্যাব ৩ এর অধিনায়ক লে. কর্নেল মো. ফিরোজ কবির বলেন, 'অনলাইনে টিকিট আপলোড হলে তারা ভুয়া জাতীয় পরিচয়পত্র ও সিম কার্ড ব্যবহার করে সেই টিকিটগুলো কেটে ফেলে। মোট ১২ জনকে গ্রেফতার করা হয়েছে।'

ঈদের আগের দিন পর্যন্ত নীলসাগর ও চিলাহাটি এক্সপ্রেস ট্রেন ক্যান্টনমেন্ট স্টেশন থেকে ছেড়ে যাবে।

এভিএস

এই সম্পর্কিত অন্যান্য খবর