'ঈদুল আজহায় কোনো কোরবানি পশুর হাট সড়ক-মহাসড়কে বসবে না'

সড়ক ও রেল উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান
সড়ক ও রেল উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান | ছবি: সংগৃহীত
0

সড়ক ও রেল উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান বলেছেন, চলতি বছরের ঈদুল আজহায় কোনো কোরবানি পশুর হাট সড়ক-মহাসড়কে বসবে না। বরং নিদিষ্ট দূরত্বে নির্ধারিত জায়গায় বসবে। তিনি বলেন, 'ঈদযাত্রায় অতিরিক্ত ভাড়ার বিষয়েও কঠোর অবস্থানে থাকবে সরকার। কোরবানির পশু পরিবহনে চাঁদাবাজি বন্ধেও কাজ করা হবে।'

আজ (সোমবার, ১২ মে) ঈদুল আজহার প্রস্তুতিমূলক সভা শেষে গণমাধ্যমে এসব কথা বলেন সড়ক ও রেল উপদেষ্টা।

আর ঈদযাত্রা সহজ করতে সব অংশীজনদের সহযোগিতা চেয়েছেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূইয়া।

সংবাদ সম্মেলনে আরো জানানো হয়, ঢাকা থেকে উত্তরবঙ্গগামী যাত্রীচাপ সামলাতে যমুনা সেতু টোলপ্লাজায় ২টি ইলেকট্রিক টোল সিস্টেম বসানো হবে।

রেলের জন্য অতিরিক্ত ৪০ কোচ বাড়ানো হবে। কোরবানির পশুর জন্য ৩টি ক্যাটেল কোচ থাকবে।

এ ছাড়াও ঈদের আগের ও পরের তিন দিন লরি কাভার্ড ভ্যান চলাচল বন্ধ থাকবে।

সেজু