ক্যালেন্ডারের পাতায় বর্ষা আসেনি এখনও, কিন্তু বঙ্গোপসাগরে অস্তিত্ব জানান দিচ্ছে মৌসুমের প্রথম সাইক্লোন। বাংলাদেশের খেপুপাড়া এবং পশ্চিমবঙ্গের সাগরদ্বীপে ঘূর্ণিঝড় রিমাল ঝাঁপিয়ে পড়তে পারে রোববার (২৬ মে) সন্ধ্যায়।
সুস্পষ্ট লঘুচাপ থেকে এরইমধ্যে রূপ নিয়েছে ঘূর্ণিঝড়ে। সাগরদ্বীপের দক্ষিণ ও দক্ষিণ-পূর্বাঞ্চল থেকে ৪শ' কিলোমিটারের আশপাশে বঙ্গোপসাগরের মাঝামাঝি অবস্থান করছে সাইক্লোন রিমাল। আগামী দু'দিন জেলেদের সাগরে না যাওয়ার পরামর্শ দিয়েছে কর্তৃপক্ষ। তবে তীর থেকে উত্তাল সাগরের সৌন্দর্য দেখতে পশ্চিমবঙ্গের দিঘা সৈকতে ভিড় করছেন দর্শনার্থীরা। শনিবার (২৫ মে) সকাল থেকেই বড় বড় ঢেউ আছড়ে পড়ছে দিঘার উপকূলে। পর্যটকদের সাগরে নামায় জারি করা হয়েছে নিষেধাজ্ঞা।
ভারতের আবহাওয়া বিভাগ জানিয়েছে, রিমালের প্রভাবে আগামী দু'দিন ভারি থেকে অতি ভারি বৃষ্টি হবে পশ্চিমবঙ্গের উত্তর ও দক্ষিণ ২৪ পরগণা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব বর্ধমান ও নদীয়া এবং ওড়িষা রাজ্যের পূর্বে। সোম ও মঙ্গলবার ভারতের উত্তরপূর্বাঞ্চলে তীব্র ঝড়-বৃষ্টি থাকতে পারে।
রিমালের কারণে সর্বোচ্চ সতর্কতা হিসেবে সোমবার রেড অ্যালার্ট জারি করা হয়েছে নাগাল্যান্ড, মনিপুর, মিজোরাম ও ত্রিপুরায়। দ্বিতীয় সর্বোচ্চ আবহাওয়া সতর্কতা অরেঞ্জ অ্যালার্ট জারি করা হয়েছে অরুণাচল প্রদেশ, আসাম ও মেঘালয়ে। ভারি থেকে অতি ভারী বৃষ্টির শঙ্কা করা হচ্ছে রাজ্য তিনটিতে। বিশেষ করে সোম থেকে বুধবার পর্যন্ত অরুণাচল এবং বুধবার আসাম ও মেঘালয় প্রায় ২শ' মিলিমিটার পর্যন্ত বৃষ্টিতে স্থবির হয়ে পড়তে পারে।