পরিবেশ ও জলবায়ু
0

ঘূর্ণিঝড় ‘রেমাল’ বাংলাদেশ উপকূলে আঘাত হানতে পারে

দুইদিনের মধ্যে বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপটি নিম্নচাপে পরিণত হতে পারে, তারপর এটি ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে। বাংলাদেশ উপকূলে এই ঝড়ের আঘাত হানার সম্ভাবনা রয়েছে।

ধীরে ধীরে দক্ষিণ-পশ্চিম বঙ্গপোসাগরের সৃষ্ট লঘুচাপটি ঘনীভূত হচ্ছে। আবহাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, আজ সাগরে লঘুচাপ হওয়ার কথা ছিলো। লঘুচাপটি শনিবার নিম্নচাপে পরিণত হতে পারে। এরপর ঘূর্ণিঝড়ে পরিণত হবে। ঘূর্ণিঝড় হলে নাম হবে ‘রেমাল’। এরপরই নির্দিষ্ট করে বলা যাবে গতিপথ। এখন সাগরে ক্ষণে ক্ষণে গতিপথ পরিবর্তন হচ্ছে।

আজ (বুধবার, ২২ মে) আবহাওয়াবিদ আব্দুর রহমান খান বলেন, ‘দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর এবং এর কাছাকাছি এলাকায় একটি লঘুচাপের সৃষ্টি হয়েছে। আগামী শনিবার এটি নিম্নচাপে পরিণত হতে পারে।’

তবে ঘূর্ণিঝড়ের বিভিন্ন মডেল বিশ্লেষণ করে বলা হচ্ছে, ২৬ মে এটি বাংলাদেশ উপকূলে আঘাত হানতে পারে। এদিকে লঘুচাপের প্রভাবে আগামী দুইদিন তাপমাত্রা বাড়বে। একইসঙ্গে ভ্যাপসা গরম অনুভূত হবে।

আব্দুর রহমান খান আরও বলেন, ‘সমুদ্রবন্দরে এখনও সতর্কতা জারি করা হয়নি। তবে কালবৈশাখীর কারণে নদীবন্দরগুলোতে এক নম্বর সতর্ক সংকেত জারি করা হয়েছে।’

এদিকে বুধবার ঢাকা বিভাগসহ ময়মনসিংহ, রাজশাহী ও রংপুর জেলার অনেক জায়গায় থেমে থেমে বৃষ্টিসহ বজ্রপাত হতে পারে বলে জানান এই আবহাওয়াবিদ।