তিনি বলেন, ভোর সোয়া ৫টায় দিনাজপুরগামী তেলবাহী ট্যাংকলরিটি কাউগাও এলাকায় আব্দুস সোবহানের চায়ের দোকানে উঠায় দেয়। এতে ঘটনাস্থলে বাজারের নৈশপ্রহরী আজাহার আলী ও হাটখোলা এলাকার বাসিন্দা রানা মারা যান। পরে থানার পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা নিহতদের মরদেহ উদ্ধার করে। ময়নাতদন্তের জন্য তাদের মরদেহ দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।
এই ঘটনায় ট্যাংকলরির চালক কুষ্টিয়ার লাহিনী বটতলার বাসিন্দা রাজু খন্দকার ও হেলপার একই এলাকার সোহাগকে গ্রেপ্তার করা হয়েছে।