এদিকে সেনাবাহিনী প্রধানের পক্ষ থেকে চিফ অব জেনারেল স্টাফ লেফটেন্যান্ট জেনারেল ওয়াকার-উজ-জামান ও নৌবাহিনী প্রধানের পক্ষ থেকে ঢাকা নৌ অঞ্চলের আঞ্চলিক কমান্ডার রিয়ার এডমিরাল মাসুদ ইকবাল আসিম জাওয়াদের কফিনে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান।
এই অনুষ্ঠানে আসিম জাওয়াদের পরিবারের সদস্য, সামরিক বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা ও অন্যান্য পদবীর সদস্যরা উপস্থিত ছিলেন। ফিউনারেল প্যারেড শেষে মানিকগঞ্জ সদর কবরস্থানে বাদ জুমআ আসিম জাওয়াদের তৃতীয় নামাজে জানাযা শেষে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়। এর আগে চট্টগ্রামের বাংলাদেশ বিমান বাহিনী ঘাঁটি জহুরুল হক-এর প্যারেড গ্রাউন্ডে মরহুমের প্রথম নামাজে জানাযা অনুষ্ঠিত হয়।
উল্লেখ্য, বিমান বাহিনীর একটি ইয়াক-১৩০ প্রশিক্ষণ বিমান নিয়মিত প্রশিক্ষণের অংশ হিসেবে গতকাল বৃহস্পতিবার চট্টগ্রামস্থ বিমানবাহিনীর ঘাঁটি জহুরুল হক থেকে উড্ডয়নের পর প্রশিক্ষণ শেষে ফেরার সময় কর্ণফুলী নদীর মোহনার কাছে দুর্ঘটনায় পতিত হয়। দুর্ঘটনার পর উইং কমান্ডার সোহান হাসান খাঁন ও স্কোয়াড্রন লিডার আসিম জাওয়াদ জরুরি প্যারাসুট দিয়ে বিমান থেকে নদীতে অবতরণ করেন। এর মধ্যে আসিম জাওয়াদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় চিকিৎসার জন্য বিএনএস পতেঙ্গাতে নেয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক সর্বাত্মক প্রচেষ্টার পর তাকে মৃত ঘোষণা করেন।