বিদেশে এখন
0

আরেকটি উষ্ণ এপ্রিল দেখলো বিশ্ব

আরেকটি সর্বোচ্চ উষ্ণ এপ্রিল দেখলো বিশ্ব। গেল ১২ মাসের মধ্যে উষ্ণতম মাসে গত এপ্রিল রেকর্ড ছাড়িয়েছে।

প্রতি মাসই উষ্ণতম মাস হিসেবে রেকর্ড ছাড়াচ্ছে। শিল্প বিপ্লবের পর এই প্রথম ১ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস বৈশ্বিক উষ্ণতা বেড়েছে। এপ্রিলে জলবায়ুর বৈরিতার চরম রূপ দেখেছে বিশ্ব। দাবদাহে বিপর্যস্ত ছিল আফ্রিকা ও এশিয়া। মধ্যপ্রাচ্যেও ছিল চরম বৃষ্টি।

২০১৫ সালে জাতিসংঘের জলবায়ু সম্মেলনে উষ্ণতা দেড় ডিগ্রি সেলসিয়াসে রাখতে সব দেশ অঙ্গীকারবদ্ধ হলেও তা ব্যর্থতার দিকে যাচ্ছে। কার্বন নিঃসরণ নিয়ন্ত্রণে না আনলে কোনভাবেই তাপমাত্রা নিয়ন্ত্রণে রাখা সম্ভব নয় বলে জানিয়েছেন পরিবেশ বিজ্ঞানীরা।