অস্ত্রবিরতির চুক্তির খবরে উচ্ছ্বাসে মেতে উঠেছেন সাত মাসের যুদ্ধে সর্বস্ব হারানো ফিলিস্তিনিরা। যদিও কাতার ও মিশরের মধ্যস্থতায় এ চুক্তিতে রাজি নয় বলে আভাস দিয়েছে ইসরাইল।
হামাস ঠিক কোন শর্তে সম্মত হয়েছে, তাও জানা যায়নি। ইসরাইলি এক কর্মকর্তার বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, মধ্যস্থতাকারীদের উদ্যোগে সহজ শর্তের প্রস্তাবে সম্মতি দিয়েছে হামাস। যা ইসরাইলের কাছে গ্রহণযোগ্য নয়।
এর আগে মিশরের সীমান্তবর্তী গাজার রাফাহ শহরে সামরিক অভিযানের প্রস্তুতি হিসেবে এক লাখ ফিলিস্তিনিকে শহরটি ছাড়ার নির্দেশ দেয় ইসরাইল।
রাফায় আশ্রিত ফিলিস্তিনিদের সাহায্যের ব্যবস্থা ছাড়া শহরটিতে অভিযানে যুক্তরাষ্ট্রের সমর্থন নেই বলে ফোনালাপে ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।