ক্রিকেট
এখন মাঠে
0

টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে খুব বেশি আশা নেই সাকিবের

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে খুব বেশি আশা করছেন না সাকিব আল হাসান। তিনি মনে করছেন, এই বাস্তবতা মেনে নিয়েই বাংলাদেশ দলের পাশে থাকবেন সমর্থকরা। আমেরিকায় স্থানীয় বাংলাদেশিদের আমন্ত্রণে এক অনুষ্ঠানে এ নিয়ে কথা বলেন টাইগার অলরাউন্ডার।

প্রথমবারের মতো যুক্তরাষ্ট্রের মাটিতে বিশ্বকাপ খেলবে বাংলাদেশ। অচেনা কন্ডিশন, অচেনা মাঠ। কিন্ত একজনের কাছে জায়গাটা বেশ পরিচিত। সাবেক টাইগার অধিনায়ক সাকিব আল হাসানের আমেরিকায় যাত্রাটা প্রায় নিয়মিতই।

পরিবারের সদস্যরা মার্কিন মুল্লুকের বাসিন্দা হওয়ায় প্রায় সময়ই সাকিবের আসা-যাওয়া সেখানে। বিশ্বকাপের আগে বিদেশের মাটিতে সংবাদমাধ্যমের মুখোমুখি হন সাকিব।

ওয়ানডে কিংবা টি-টোয়েন্টি সংস্করণ যেটাই হোক, আইসিসির ইভেন্টে ব্যর্থতাই বেশি বাংলাদেশের। এবারও খুব বেশি আশা না করার কথা জানান সাকিব আল হাসান।

সাকিব বলেন, ‘বিশ্বকাপে ৩২টা দল খেলে কিন্তু আমরা ৭-৮টি দল নিয়ে আলোচনা করি। আমরা সে জায়গায় যাওয়ার চেষ্টা করছি। এখন সেটা হচ্ছে, ১০ বছর পরে আমরা সেখানে যেতে পারবো।’

এর আগে ২০১৮ সালে যুক্তরাষ্ট্রের মাটিতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জেতে টাইগাররা। সে সময় গ্যালারি থেকে পূর্ণ সমর্থন পায় বাংলাদেশ দল। এবারের বিশ্বকাপেও তেমনটাই আশা করেন টাইগার অলরাউন্ডার।

বিশ্বকাপে বাংলাদেশের অবস্থান ‘ডি’ গ্রুপে। শর্টার ফরম্যাটের বিশ্ব আসরে বাংলাদেশের প্রথম ম্যাচের প্রতিপক্ষ শ্রীলঙ্কা। এছাড়া গ্রুপ পর্বে বাংলাদেশকে দক্ষিণ আফ্রিকা, নেদারল্যান্ডস ও নেপালের বিপক্ষে লড়তে হবে।