বছরের অন্য সময়ের চেয়ে ঈদে ব্যস্ততা বাড়ে দর্জির দোকানে। সৌদিতে বসবাসরত বাংলাদেশিদের মধ্যে অনেকেই দর্জি পেশায় নিয়োজিত আছেন। ঈদ যত ঘনিয়ে আসছে ততই ব্যস্ততা বাড়ছে তাদের।
একজন দর্জি বলেন, 'সব ধরণের পোশাক তৈরি করি। তাছাড়াও নিত্যনতুন ডিজাইনের কাপড় আছে। গত বছরের চেয়ে এ বছর কাস্টমারের চাহিদা বেশি। আশা করি সামনে বেচাকেনা আরও বাড়বে।'
ঈদে রেডিমেট পোশাক কেনার পাশাপাশি প্রবাসীরা ভিড় করছেন দর্জির দোকানেও। রিয়াদ, জেদ্দা, দাম্মাম, খোবারসহ বিভিন্ন শহরে আছে বাঙালিদের দর্জির দোকান। থান কাপড় কিনে পছন্দ মতো পোশাক বানাচ্ছেন সবাই।
ঈদের ছুটিতে অনেকেই দেশে আসবেন, তাই শেষ মুহূর্তে তৈরি করে নিচ্ছেন নতুন পোশাক। প্রবাসী দর্জিদের আয়ের অর্থ যোগ হচ্ছে বাংলাদেশের অর্থনীতিতে।