ক্রিকেট
এখন মাঠে
0

সর্বোচ্চ শূন্য রানে আউটের রেকর্ড রোহিতের

অধিনায়কের নাম পরিবর্তনে কি এমন খারাপ অবস্থা মুম্বাই ইন্ডিয়ান্স দলের? ক্রিকেটারদের বাজে পারফরম্যান্সে একের পর এক হার। চৌদ্দ ম্যাচের পর আসরের সর্বোচ্চ চ্যাম্পিয়ন দলের নাম চলতি পয়েন্ট টেবিলের তলানিতে। সাবেক অধিনায়ক রোহিত শর্মা নিজেকে মেলে ধরার পরিবর্তে নাম তুলেছেন শূন্যের কোঠায় আউটের খাতায়।

বিশ্বের ফ্রাঞ্চাইজি টুর্নামেন্টে অন্যতম আইপিএল। সে আসরে সফলতম দলের মধ্যে একটি হলো মুম্বাই ইন্ডিয়ান্স। পাঁচবার শিরোপা উঁচিয়ে চ্যাম্পিয়নের খেতাব জিতেছে দলটি। তবে চলতি আসরে অধিনায়কত্ব বদলে বাজে অবস্থায় মুম্বাই। গুজরাট টাইটান্স থেকে মুম্বাইয়ে এসে দলের দায়িত্ব বুঝে নেন হার্ডিক পান্ডিয়া। তবে দলের লাগাতার হার টেকাতে পান্ডিয়ার কোনো পাণ্ডিত্য কাজে আসছে না দলের।

আসরে এখন পর্যন্ত পনেরটি ম্যাচে চার ছক্কার উল্লাসে মেতেছেন দর্শকরা। তবে এর মধ্যে তিনবার মুম্বাইয়ের ক্রিকেটাররা মাঠে নেমে হতাশ করেছেন তাদের সমর্থকদের। টানা ব্যর্থতায় পয়েন্ট টেবিলের তলানিতে গিয়ে ঠেকেছে দলটির নাম।

সবশেষ রাজস্থান রয়্যালসের বিপক্ষে ৬ উইকেটের হারের দিন রোহিত শর্মাসহ দলে গোল্ডেন ডাক মেরেছেন তিনজন। এবারের আসরে এখন পর্যন্ত এমন পারফরম্যান্স নেই অন্য কোনো দলের।

অধিনায়কত্ব ছাড়ার হতাশা ভুলে যেখানে নিজেকে মেলে ধরার কথা। সেখানে দেখা যাচ্ছে উল্টো চিত্র। আরও যেন নিজেকে হারিয়ে ফেলছেন দলের সাবেক এই কাপ্তান। দলের সঙ্গে নিজের ব্যক্তিগত খারাপ পারফরম্যান্সে অনাকাঙ্ক্ষিত এক রেকর্ড গড়েছেন রোহিত ।

আইপিএলে সর্বোচ্চ সতেরবার শূন্য রানের কোটা পূরণ করেছেন টপ অর্ডার ব্যাটার। এমন কীর্তি গড়ে ছুঁয়েছেন আগে থেকে শীর্ষে অবস্থান করা রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর উইকেটকিপার ব্যাটার দিনেশ কার্তিককে। এই রেকর্ডে দ্বিতীয় সর্বোচ্চের সারিতে আছেন পীযুষ চাওলা, মানদ্বীপ সিং, সুনীল নারীন এবং গ্লেন মেক্সওয়েলও।

পাঁচদিন বিরতির পর দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে মাঠে নামবে রোহিত-পান্ডিয়ারা। এবার নিজেদের ভুল পরিকল্পনার পরিবর্তনে সবাইকে চমকে দেয়ার মতো পারফম্যান্স করবে সে অপেক্ষায় আছেন দলটির সমর্থকরা।

ইএ

এই সম্পর্কিত অন্যান্য খবর