রাশিয়ার সাথে চলমান লড়াইয়ে ইউক্রেনের পরাজয় হলে ইউরোপের কোনো দেশই আর নিরাপদ থাকবে না বলেও শঙ্কা জানিয়েছেন ডোনাল্ড টাস্ক।
মস্কোয় সাম্প্রতিক হামলা ইস্যুতে তিনি আরও বলেন, 'কোনো ধরনের প্রমাণ ছাড়াই এই ঘটনার দায় ইউক্রেনের ওপর চাপাচ্ছেন রুশ প্রেসিডেন্ট। একইসঙ্গে ইউক্রেনের বেসামরিক স্থাপনায় হামলা আরও জোরদার করছে রাশিয়া।'
দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এখন ইউরোপ সবচেয়ে সঙ্কটময় সময় পার করছে বলেও মন্তব্য করেন তিনি।
তাই আগামীতে নিজ নিজ দেশের সুরক্ষায় ইউরোপীয় দেশগুলোকে সামরিকভাবে আরও আত্মনির্ভরশীল হওয়ার ওপর জোর দেন পোল্যান্ড প্রধানমন্ত্রী।
একইসঙ্গে যুক্তরাষ্ট্রের আগামী নির্বাচনে ট্রাম্প অথবা বাইডেন যেই ক্ষমতায় আসুক না কেনো ইউরোপীয় ইউনিয়নের দেশগুলো যুক্তরাষ্ট্রকে সবসময় সহযোগীতার জন্য প্রস্তুত বলেও জানান টাস্ক।