রাশিয়া-ইউক্রেন যুদ্ধ থামাতে মস্কোকে চাপ দিতে চীনের প্রতি ম্যাক্রোঁর আহ্বান

ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ
ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ | ছবি: সংগৃহীত
0

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ থামাতে মস্কোকে চাপ দিতে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের প্রতি আহ্বান জানিয়েছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ। এছাড়া চীন-ইউরোপের অর্থনৈতিক সম্পর্কের পুনঃভারসাম্য প্রতিষ্ঠায় একসঙ্গে কাজ করার ইচ্ছাও প্রকাশ করেছেন তিনি। চতুর্থ রাষ্ট্রীয় সফরে বেইজিংয়ে আজ (বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর) শি জিনপিংয়ের সঙ্গে সাক্ষাৎকালে এসব কথা বলেছেন ইমানুয়েল ম্যাক্রোঁ।

চীনা প্রেসিডেন্ট শি জিনপিংও ফ্রান্সকে আরও গভীর সহযোগিতার হাত বাড়িয়ে দেয়ার আহ্বান জানিয়েছেন। এছাড়া ইউক্রেন এবং গাজায় শান্তি প্রচারে চীন প্রতিশ্রুতিবদ্ধ বলে বার্তাও দিয়েছেন শি জিনপিং। বৈঠকে বেশ কয়েকটি দ্বিপাক্ষিক চুক্তিও স্বাক্ষর করেছেন দুই রাষ্ট্রপ্রধান।

আরও পড়ুন:

মহাকাশ, পারমাণবিক শক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তা, সবুজ অর্থনীতি এবং জৈব ওষুধ শিল্পে সহযোগিতা বৃদ্ধিতেও সম্মত হয়েছেন শি-ম্যাক্রোঁ। শুক্রবার ম্যাক্রোঁর সাথে দক্ষিণ-পশ্চিম চীনের সিচুয়ান প্রদেশে যাবেন শি জিনপিং।

ইএ