বিদেশে এখন
ধর্ম
0

সৌদি সরকারের আমন্ত্রণে ৩০ বাংলাদেশির ওমরাহ পালন

সৌদি সরকারের বিশেষ আমন্ত্রণে ভ্যানচালকসহ ৩০ বাংলাদেশি ওমরাহ পালন করছেন। বিশ্বের বিভিন্ন দেশ থেকে ১ হাজার মুসল্লি এই বিশেষ সুযোগ পেয়েছেন।

আরব নিউজ জানিয়েছে, বাদশাহ সালমানের বিশেষ ওমরাহ কর্মসূচির অতিথি হিসেবে সৌদি আরবে অবস্থান করছেন বৃদ্ধ ভ্যানচালক আব্দুস সালাম। তিনি ঝিনাইদহ জেলার একটি সরকারি মসজিদে মুয়াজ্জিন ছিলেন। কোনোভাবে ঢাকার সৌদি দূতাবাসের নজরে পড়ায় এ সুযোগ পান তিনি।

গত শুক্রবার মদিনায় পৌঁছে ইসলাম ধর্মের দ্বিতীয় পবিত্রতম মসজিদে নববীতে জুম্মার নামাজ আদায় করেন তিনি। তার সাথে আরও ২৯ বাংলাদেশি ওমরাহ পালন করছেন। আমন্ত্রিত বাকিরা পেশায় ইসলামিক স্কলার, শিক্ষাবিদ ও শিক্ষার্থী।