প্রযুক্তি সংবাদ
তথ্য-প্রযুক্তি
0

ওয়েবসাইট থেকে অ্যাপ ডাউনলোডের সুবিধা নিয়ে আসছে অ্যাপল

ওয়েবসাইট থেকে আইফোনে সরাসরি অ্যাপ ডাউনলোডের বিকল্প সুবিধা নিয়ে আসছে অ্যাপল। ফলে এখন থেকে শুধু অ্যাপল স্টোরের ওপর নির্ভর করতে হবে না ব্যবহারকারীদের।

ব্যবহারকারীরা প্রয়োজনীয় ও পছন্দের যেকোনো অ্যাপ সরাসরি ওয়েবসাইট থেকে ডাউনলোড করতে পারবেন।

তবে এ সুযোগ আপাতত ইউরোপীয় ইউনিয়নভুক্ত (ইইউ) দেশগুলোর নাগরিকরা পাবেন বলে জানিয়েছে অ্যাপল কর্তৃপক্ষ।

অ্যাপলের নতুন নীতি অনুসারে, ব্যববহারকারীরা ওয়েবসাইটে বিভিন্ন অ্যাপে ইন-অ্যাপ পারচেস সম্পন্ন করতে পারবেন। এখন থেকে অ্যাপ ডেভেলপাররা ইন-অ্যাড প্রমোশন, ডিসকাউন্ট এবং ডিল কীভাবে দেবেন, তা নিজেদের পছন্দ অনুযায়ী নির্বাচন করতে পারবেন।

নতুন নিয়ম অনুযায়ী, ডেভেলপাররা তাদের তৈরি অ্যাপ সরাসরি ওয়েবসাইট থেকে বিরতণ করতে পারবেন। যদিও এক্ষেত্রে অ্যাপলের বেশকিছু নীতি মেনে চলতে হবে ডেভেলপারদের।

এ সুবিধা পেতে হলে অ্যাপ ডেভেলপারদের ন্যূনতম দুই বছর বা তার বেশি সময় অ্যাপলের ডেভেলপার প্রোগ্রামের সদস্য হতে হবে এবং ডাটা সংগ্রহের নীতিমালায় স্বচ্ছ থাকতে হবে। খবর এনগ্যাজেট।