পরমাণু যুদ্ধের জন্য প্রস্তুত রাশিয়া

0

রাশিয়া পারমাণবিক যুদ্ধের জন্য প্রযুক্তিগতভাবে প্রস্তুত বলে পশ্চিমা দেশগুলোকে সতর্ক করে দিয়েছেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।একইসঙ্গে যুক্তরাষ্ট্র যদি ইউক্রেনে সেনা পাঠায়, তবে যুদ্ধের আশঙ্কা আরও বাড়বে বলেও হুঁশিয়ারি দেন তিনি।

রুশ প্রেসিডেন্ট নির্বাচনের মাত্র দু'দিন আগে যুক্তরাষ্ট্র ও পশ্চিমাদের উদ্দেশ্যে এমন হুঙ্কার দিলেন ভ্লাদিমির পুতিন। তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্র বুঝতে পেরেছে, যদি তারা রাশিয়ার ভূখণ্ডে বা ইউক্রেনে মার্কিন সেনা মোতায়েন করে, তবে তা যুদ্ধ বলে বিবেচিত হবে। ইউক্রেনের মিত্রদের উদ্দেশ্যে রুশ প্রেসিডেন্টের এমন সতর্ক বার্তার মধ্যেই কিয়েভে আবারও মোটা অঙ্কের অস্ত্র সহায়তা পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র।

নতুন এই সহায়তা প্যাকেজের পরিমাণ ৩০ কোটি মার্কিন ডলার। ঘোষণাটি এমন এক সময়ে সামনে এসেছে, যখন ইউক্রেনে আরও সহায়তা পাঠানোর বিষয়ে কংগ্রেসে পক্ষে-বিপক্ষে বিতর্ক চলছে। এদিকে, ইউক্রেনের সুমিতে ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া।

এসএসএস