জানান, বিবদমান পক্ষগুলোর মধ্যে কিছু জটিল বিষয়ে এখনও মতপার্থক্য রয়েছে। এছাড়া, মার্কিন যুদ্ধবিরতির প্রস্তাব মস্কোর জন্য গ্রহণযোগ্য হলেও; ইউরোপীয় দেশগুলোর প্রস্তাব ক্রেমলিনের স্বার্থকে ক্ষুণ্ণ করবে বলেও অভিযোগ উশাকভের।
তিনি আরো জানান, যুক্তরাষ্ট্রের ২৮ দফা শান্তি প্রস্তাব ছাড়াও আরও চারটি নথি পেয়েছে রাশিয়া। কিন্তু ভবিষ্যৎ আলোচনা এগিয়ে নিতে এখনই এ বিষয়ে বিস্তারিত কিছু প্রকাশ করবে না ওয়াশিংটন ও ক্রেমলিন।
এদিকে, হোয়াইট হাউজে ইউক্রেন যুদ্ধকে বিশৃঙ্খলা আখ্যা দিয়ে, ট্রাম্প জানান, এ সংঘাতের সমাধান সহজ নয়। অন্যদিকে, পুতিনের সঙ্গে বৈঠক শেষে মস্কো ত্যাগ করেছেন ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকভসহ মার্কিন প্রতিনিধি দল।





