বাজার
0

পটুয়াখালীর মাছবাজারে ২ ঘণ্টায় কোটি টাকার বেচাকেনা

সবাই যখন ঘুমে থাকে তখন জেলে, পাইকার আর ব্যবসায়ীদের হাঁকডাকে কর্মচাঞ্চল্য হয়ে ওঠে পটুয়াখালীর পানপট্টি মাছ বাজার। প্রতিদিন বসা এ বাজারে ২ ঘণ্টায় কোটি টাকার মাছ বেচাকেনা হয়।

গ্রাম জেগে ওঠার আগেই আগুনমুখা, রামনাবাদ ও তেঁতুলিয়া নদী থেকে মাছ শিকার শেষে তীরে ভিড়ছেন জেলেরা। তাদের গন্তব্য আগুনমুখার তীর ঘেঁষে অর্ধশতাব্দী আগে গড়ে ওঠা পটুয়াখালীর গলাচিপা উপজেলার পানপট্টি মাছ বাজার।

ঐতিহ্যবাহী এই মাছের বাজার ভোর থেকেই জেলে, পাইকার ও ব্যবসায়ীদের হাঁকডাকে মুখর হয়ে থাকে। এ বাজার নদীর কোলঘেঁষা হওয়ায় জেলেরা সহজেই তাদের মাছ হাটে নিতে পারেন। আর টাটকা মাছ পাওয়ায় এখানে ব্যবসায়ীদের পাশাপাশি সাধারণ ক্রেতারও ভিড় থাকে। তবে এ হাটের বিশেষত্ত্ব হলো এখানে মাছ বিক্রি হয় হালি অথবা বহুডাকের মাধ্যমে।

বাজারটি ইলিশের জন্য বিখ্যাত হলেও নদ-নদীর সব ধরনের মাছ পাওয়া যায় এখানে। আর দামও অন্য আড়ত বা বাজার থেকে তুলনামূলক কম থাকায় অনেকেই আসেন দূর-দূরান্ত থেকে। মাত্র ২ ঘণ্টার এ বাজারে বেচাকেনা হয় প্রায় কোটি টাকার।

একজন বিক্রেতা বলেন, 'এখানে বাজার হওয়ায় আমরা অনেক উপকৃত হচ্ছি। শুধু আমাদের না। জেলে, পাইকার ও সাধারণ মানুষেরও উপকার হয় এ বাজার থেকে।'

তবে ঐতিহ্যবাহী এ বাজারের ভিটা রয়েছে ভাঙন ঝুঁকিতে। এর আগেও ভাঙনের কারণে কয়েকবার স্থানান্তর করতে হয়। তাই স্থায়ী এবং আধুনিক মাছ বাজার নির্মাণের দাবি সংশ্লিষ্টদের। তবে মৎস্য বিভাগ বলছে জায়গা সংকটের কারণে নির্মাণ সম্ভব হচ্ছে না।

পটুয়াখালীর জেলা মৎস্য কর্মকর্তা মো. কামরুল ইসলাম বলেন, 'এখানে একটি বাজার নির্মাণ করার সম্ভাবতা যাচাই করেছিলাম। সেজন্য স্থানীয় জনসাধারণ ও জনপ্রতিনিধিদের সাথে আলোচনা করেছিলাম। বাজার তৈরি করার জন্য তারা জায়গা দিতে পারেনি সেজন্য আমরা সে কাজ করতে পারিনি। তবে ভবিষ্যতে যদি আমাদের জায়গা দেয়া হয় তবে আমরা চেষ্টা করবো এখানে একটা আধুনিক মাছ বাজার প্রতিষ্ঠা করার জন্য।'

গ্রামীণ অর্থনীতিতে বড় ভূমিকা রাখা এই বাজারটির সম্প্রসারণের দাবি স্থানীয় ব্যবসায়ীদের।

এমএসআরএস

আরও পড়ুন:

এই সম্পর্কিত অন্যান্য খবর