দেশে এখন
0

পটুয়াখালীতে শহীদ পরিবারকে জামায়াতে ইসলামীর আর্থিক অনুদান

পটুয়াখালী

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে পটুয়াখালীতে শহীদ পরিবারের সদস্যদের আর্থিক অনুদান দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। আজ (শনিবার, ৭ সেপ্টেম্বর) সকালে জেলা শিল্পকলা একাডেমিতে আয়োজিত অনুষ্ঠানে নিহত ২২ পরিবারের সদস্যদের হাতে এক লাখ টাকা করে আর্থিক অনুদানের চেক তুলে দেয়া হয়।

অনুষ্ঠানে শহীদ পরিবারের সদস্যদের খোঁজখবর নেন জামায়াতের নেতারা। এ সময় স্বজনদের কথা বলতে গিয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন শহীদ পরিবারের সদস্যরা।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মোয়াজ্জেম হোসাইন হেলাল। অনুষ্ঠানে জামায়াতে ইসলামী ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। এর আগে, শহীদদের রুহের মাগফেরাত কামনায় দোয়া করা হয়।

এই সম্পর্কিত অন্যান্য খবর