সোমবার (৮ জানুয়ারি) বিকেলে ধানমন্ডি-৩২ এ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের স্মৃতিফলকে ফুল দিয়ে শ্রদ্ধা জানান অভিনেতা ফেরদৌস। এরপরই দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে পোস্টার অপসারণের কাজ শুরু করেন তিনি।
এসময় তিনি সাংবাদিকদের জানান, জনগণকে দেয়া ওয়াদা রক্ষা করতে কাজ করবেন তিনি।
ফেরদৌস বলেন, 'আমাকে যারা ভোট দিয়েছেন তাদের সবার কাছে আমি কৃতজ্ঞ। কথা দিয়েছিলাম তাদের পাশে থাকবো, এবার তাদের সঙ্গে নিয়ে পথ পাড়ি দেব।'
ঢাকা-১০ আসনকে পরিকল্পিত উন্নয়নের মাধ্যমে বাসযোগ্য হিসেবে গড়ে তুলবে বলেও জানান তিনি।