স্থানীয় ও কেন্দ্রীয় নেতাদের বক্তব্যের পর আন্দোলন সংগ্রামে নারায়ণগঞ্জের ভূমিকা তুলে ধরে শেখ হাসিনা ঘোষণা দেন, নারায়ণগঞ্জকে স্মার্ট সিটি হিসেবে গড়ে তোলা হবে।
নির্বাচন বানচাল করতে দেশে বিদেশে নানা ষড়যন্ত্র হচ্ছে উল্লেখ করে আওয়ামী লীগ সভাপতি বলেন, নির্বাচনে বাধা দিলে মেনে নেয়া হবে না। শেখ হাসিনা বলেন, উন্নয়নশীল দেশের যাত্রার ধারাবাহিকতা আওয়ামী লীগ ছাড়া আর কেউ ধরে রাখতে পারবে না।
জনগণের শক্তি আওয়ামী লীগের একমাত্র শক্তি উল্লেখ করে আওয়ামী লীগ প্রধান বলেন, বাংলাদেশকে আর পিছনে ফিরে তাকাতে হবে না৷
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের দুদিন আগে আওয়ামী লীগের শেষ জনসভা ছিল এটি। তাই সকাল থেকেই খণ্ড খণ্ড মিছিল নিয়ে সভার উদ্দেশ্যে প্রাচ্যের ডান্ডিখ্যাত নারায়ণগঞ্জে দলীয় কর্মীদের যাত্রা।
দ্বাদশ নির্বাচনে প্রতীক বরাদ্দের পর সিলেট থেকে নির্বাচনী প্রচারে নামেন আওয়ামী লীগ সভাপতি। এরপর, রংপুর, বরিশাল, গোপালগঞ্জ, মাদারীপুর, ঢাকা ও ফরিদপুরে পর নারায়ণগঞ্জে জনসভায় আসেন শেখ হাসিনা। বরাবরের মতো এখানেও নৌকা মার্কায় ভোট চাইলেন, তবে সবচেয়ে বেশি গুরুত্ব দিলেন ভোটার উপস্থিতি।