গুম-নির্যাতনের মামলা: হাসিনাসহ ১৭ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ ২১ ডিসেম্বর

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল | ছবি: বাসস
0

র‌্যাবের টিএফআই সেলে গুম ও নির্যাতনের মামলায় শেখ হাসিনাসহ ১৭ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ ২১ ডিসেম্বর। আজ (রোববার, ১৪ ডিসেম্বর) সকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ দিন ধার্য করেন।

শেখ হাসিনা ছাড়াও ডিজিএফআইয়ের সাবেক পাঁচ মহাপরিচালক, পাঁচ পরিচালক, ও লেফটেন্যান্ট কর্নেল আসামি রয়েছেন। এদের মধ্যে গ্রেপ্তার তিনজনকে সকালে ট্রাইব্যুনালে হাজির করা হয়।

আসামিদের বিরুদ্ধে ডিজিএফআইয়ের নিয়ন্ত্রণাধীন জেআইসি সেলে ২৬ জনকে গুম করে নির্যাতনসহ পাঁচটি সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে।

আরও পড়ুন:

সকালে এ মামলায় গ্রেপ্তার সাবেক ও বর্তমান দশ সেনা কর্মকর্তাকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। পলাতক রয়েছেন শেখ হাসিনাসহ সাতজন।

এছাড়াও, জুলাই আগস্টের আন্দোলন চলাকালে রামপুরায় ২৮ জনকে হত্যায় লেফটেন্যান্ট কর্নেল রেদোয়ানুল ইসলাম ও মেজর রাফাদ বিন আলমকে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। পলাতক রয়েছেন পুলিশের দুই কর্মকর্তা। এ মামলাতেও আজ আনুষ্ঠানিক অভিযোগ গঠনের শুনানি হবে।

এফএস