এখন ভোট
0

কুমিল্লাকে এগিয়ে নিতে স্থলবন্দর ব্যবহার বাড়ানোর তাগিদ

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লার ১৮টি উপজেলায় ১১টি আসনে নতুন ভোটার বেড়েছে ৬ লাখ ৭৪ হাজার ২০২ জন। কুমিল্লাবাসীর প্রত্যাশা, প্রান্তিক পর্যায় থেকে অর্থনীতির বুনিয়াদ মজবুত করবেন আগামীর জনপ্রতিনিধিরা।

এ বিষয়ে কৃষকরা বলেন, 'সরকার আমাদের দিকে তাকালে অনেক উপকার হয়। প্রতিবছরই কমবেশি ফসল নষ্ট হয়। ন্যায্যমূল্যে আমরা যেন সার,বীজ ও ওষুধ পাই।'

কুমিল্লায় ভোটারদের মাঝে ২২ লাখ ৩৯ হাজার ৯৫০জন নারী। সুষম উন্নয়ন ত্বরান্বিত করতে নারীদের ক্ষমতায়ন বাড়ানোর আহ্বান জানিয়েছেন তারা। জানান, নারীদের অর্থনৈতিক এবং সামাজিক নিরাপত্তার জায়গায় জোর দেয়া উচিত। যে জায়গাগুলোতে তারা পিছিয়ে আছে সেখানে আরও সুযোগ বৃদ্ধি করতে হবে। জেন্ডার সমতার দিকেও সরকারের মনোযোগী হতে হবে।

প্রবাসীদের রেমিট্যান্স অর্থনীতিতে যোগ করেছে নতুন মাত্রা। কেনাকাটা থেকে আবাসন নির্মাণ পর্যন্ত এই অর্থের প্রবাহ সামগ্রিক জনজীবনকে করছে ছন্দময়।

তরুণ ভোটাররা বলেন, তারুণ্যকে কাজে লাগানোর জন্য কারিগরি শিক্ষার উপর জোর দিতে হবে সরকারকে। চাকরি পাওয়ার ক্ষেত্রগুলোতে সুযোগ-সুবিধা না থাকায় অনেকেই উচ্চশিক্ষার জন্য বিদেশে চলে যাচ্ছে।

রাজধানী ও বন্দরনগরীর মাঝে সুবিধাজনক অবস্থান কুমিল্লায় রয়েছে সড়ক, রেল ও নৌপথে যাতায়াতের সুবিধা। যা শিল্প ও কৃষি অর্থনীতিতে গতিশীলতা আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। স্থলবন্দর, আমদানি-রপ্তানি বাণিজ্য, শিল্পপ্রতিষ্ঠানের নানা প্রতিকূলতা মোকাবিলায় বহুমাত্রিক উদ্যোগ নিবে নির্বাচিত সরকার এমন প্রত্যাশা ব্যবসায়ীদের।

চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি ডা. আজম খান নোমান বলেন, 'দূরবর্তী জেলাগুলো থেকে চট্টগ্রাম বন্দর দিয়ে পণ্য রপ্তানি হচ্ছে। কিন্তু আমাদের বন্দরগুলো তেমন ব্যবহার করা হচ্ছে না। এদিকে নজর দিলে কুমিল্লা এগিয়ে যাবে।'

১১টি সংসদীয় আসনে কুমিল্লায় মোট ভোটার ৪৬ লাখ ০৬ হাজার ২০৯ জন। একাদশ সংসদে ভোটার ছিল ৩৯ লাখ ৩২ হাজার ৭ জন। গোমতীর তীরে কৃষি ও শিল্পে সমৃদ্ধ এ জনপদের মানুষের মাঝে ভোট নিয়ে রয়েছে আগ্রহ।

অর্থনীতির প্রবাহ বাড়লেও মেডিকেল, পাসপোর্ট, জন্মনিবন্ধনের মতো সেবাখাতগুলোতে কাঙ্ক্ষিত গতি আসেনি এ জনপদে। মানুষের মৌলিক প্রয়োজনের বিষয়গুলোতে গতি আনবেন এবং ভৌগোলিক প্রয়োজন অনুযায়ী সামগ্রিক উন্নয়ন ত্বরান্বিত করবেন নির্বাচিত সংসদ সদস্যরা এমন প্রত্যাশা ভোটারদের।

এভিএস

এই সম্পর্কিত অন্যান্য খবর