তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনকে সামনে রেখে কুমিল্লায় বর্ণাঢ্য বিজয় র‍্যালি

আলোচনা সভা
আলোচনা সভা | ছবি: এখন টিভি
0

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনকে সামনে রেখে কুমিল্লায় বর্ণাঢ্য বিজয় র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। আজ (বুধবার, ১৭ ডিসেম্বর) বিকেলে জেলার নাঙ্গলকোট উপজেলায় এ বর্ণাঢ্য বিজয় র‍্যালি করেন দলটির নেতাকর্মীরা।

এ সময় র‍্যালিতে প্রায় পাঁচ হাজার মানুষ অংশ নেন। এ সময় সবার হাতে হাতে ছিল দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের ছবি সম্বলিত প্লেকার্ড ও ফেস্টুন।বিজয় র‍্যালির পূর্বে কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার হাসান মেমোরিয়াল সরকারি কলেজ মাঠে আলোচনা সভায় অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও কুমিল্লা ১০ আসনের দলটির মনোনয়ন প্রত্যাশী মোবাশ্বের আলম ভূঁইয়া বলেন, ‘দলের প্রাথমিক মনোনয়ন মানেই চূড়ান্ত বিজয় নয়। ২০০৮ সালে দল আমাকে মনোনয়ন দিয়েছিল এরপর দীর্ঘ ১৭ বছর আমার জীবন যৌবন কেটেছে কারাগারে থেকে।’

আরও পড়ুন:

তিনি বলেন, ‘দলের প্রয়োজনে এবং কুমিল্লা ১০ আসনের উন্নয়নে সব সময় পাশে ছিলাম। তিন নভেম্বর দল থেকে যে প্রাথমিক মনোনয়ন দিয়েছিল সেখানে আমাকে বঞ্চিত করা হয়েছে। এ বঞ্চনা আমার সঙ্গে মুনাফেকি। তা নাঙ্গলকোটের মানুষ যেমন জানে, সারা বাংলাদেশের মানুষও জানে।’

তিনি আরও বলেন, ‘মনোনয়ন বঞ্চনার পর আপনারা আমার সঙ্গে থেকে দলের কেন্দ্রীয় হাই কমান্ডের দৃষ্টি আকর্ষণ করেছেন এজন্য আপনাদের কাছে আমি কৃতজ্ঞ। আশা করি দলের চূড়ান্ত মনোনয়ন আপনাদের পক্ষে আসবে।’

এ সময় র‍্যালি ও আলোচনা সভায় উপস্থিত ছিলেন স্থানীয় বিএনপির বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।

এফএস