চট্টগ্রামে জমজমাট নির্বাচনী প্রচার

0

চট্টগ্রাম-১২ আসনে বর্তমান সংসদ সদস্য ও জাতীয় সংসদের হুইপ সামশুল হক চৌধুরী নৌকা না পেয়ে স্বতন্ত্র হিসেবে লড়ছেন। আর নৌকা প্রতীকে লড়ছেন প্রবীণ রাজনীতিবিদ ও দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি মোতাহেরুল ইসলাম। এই দুই প্রার্থীর মধ্যেই লড়াই জমবে বলে আশা ভোটারদের।

নতুন কর্মসংস্থান, শিল্পায়ন ও ব্যবসা বাণিজ্যের প্রসারে কাজ করার প্রতিশ্রুতি দিয়ে ভোটারদের মন জয়ের চেষ্টা করছেন বিসিক শিল্প নগরী সমৃদ্ধ উপজেলা চট্টগ্রামের পটিয়ার প্রার্থীরা। প্রায় সাড়ে তিন লাখ ভোটারের চট্টগ্রাম-১২ আসনে মাঠে রয়েছেন ৮ জন প্রার্থী।

পাশের আরেকটি সংসদীয় আসন চট্টগ্রাম-১৪। কৃষি প্রধান হলেও এ অঞ্চলে রয়েছে বহু ক্ষুদ্র ব্যবসায়ী। সুযোগ রয়েছে শিল্পায়নের মাধ্যমে এখানকার দক্ষ জনশক্তিকে কাজে লাগানোর। সেই সুযোগটিই কাজে লাগানোর প্রতিশ্রুতি দিয়ে এখানকার তিন লাখের বেশি ভোটারের মন জয় করার চেষ্টায় ৮ প্রার্থী।

এরমধ্যে নৌকা প্রতীক নিয়ে লড়ছেন বর্তমান সংসদ সদস্য নজরুল ইসলাম। স্বতন্ত্র প্রার্থী সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুল জব্বারও লড়ছেন এখানে। ফলে এ দুই প্রার্থীর মধ্যেই মূলত লড়াই জমে উঠবে বলে ধারণা করা হচ্ছে।

আরও পড়ুন: