আজ (বুধবার, ১০ ডিসেম্বর) বিকেলে ফার্মগেটের কেআইবি মিলনায়তনে বিএনপির ‘দেশ গড়ার পরিকল্পনা’ শীর্ষক কর্মসূচিতে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি একথা বলেন।
নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, ‘আপনাদের নির্বাচনি এলাকা, গ্রামে, পৌরসভার ঘরে ঘরে গিয়ে মানুষের কাছে বিএনপির রাষ্ট্র পরিকল্পনার কথা জানাতে হবে। আগামীর নির্বাচনে আমরা জনগণের রায় ও সমর্থন চাই।’
তিনি বলেন, ‘পত্রিকার পাতা খুললে দেখি শুধু ডিবেট আর ডিবেট। এর এটা ভালো না, ওর ওটা ভালো না এসব চলছে। আসুন, আমরা এই সমালোচনা থেকে বেরিয়ে আসি। আমরা রাজনীতিবিদরা যাদের সাধারণ মানুষ বলে গণ্য করি, তারা এসব ডিবেট শুনতে শুনতে বিরক্ত হয়ে গেছে। আমার ধারণা মানুষ এখন ক্লিয়ার রাস্তা দেখতে চায়।’
আরও পড়ুন
তারেক রহমান বলেন, ‘আগামী ৫ থেকে ১০ বছরে কোন দেশে কী কী কাজের ব্যবস্থা সৃষ্টি হতে পারে, কী তাদের রিকয়ারমেন্ট; সেভাবে আমাদের ভোকেশনাল এবং ট্রেনিং ইনস্টিটিউট আমাদের মতো করে সাজাব।’
তিনি বলেন, ‘বিএনপি ক্ষমতায় গেলে এমন শিক্ষাব্যবস্থা গড়ে তুলবে যেন বড় হয়ে একজন শিক্ষার্থীকে দুশ্চিন্তায় পড়তে না হয়। একজন শিক্ষার্থী যখন ১০ম বা ১২ ক্লাস পাস করবে অন্তত দুটো বিদেশি ভাষা যেন সে লিখতে বা পড়তে পারে। তাদের কোয়ালিটি সম্পন্ন করে গড়ে তুলতে পারলে তারা কোথাও আটকাবে না।’





