নির্বাচনে প্রতি উপজেলা-থানায় দু’জন নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগের সিদ্ধান্ত ইসির

নির্বাচন কমিশন
নির্বাচন কমিশন | ছবি: সংগৃহীত
0

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন তফসিল ঘোষণার পরদিন থেকে ভোটের দুই দিন পর পর্যন্ত প্রতি উপজেলা বা থানায় অন্তত দু’জন করে নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। আজ (বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর) এতথ্য জানানো হয়।

এদিকে আজ সন্ধ্যা ৬টায় প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনের ভাষণে ঘোষণা হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের সময়। এরইমধ্যে সিইসির ভাষণের রেকর্ড হয়েছে বিটিভি ও বাংলাদেশ বেতারে।

আরও পড়ুন:

বুধবার (১০ ডিসেম্বর) বিকেলে নির্বাচন ভবনে এসব বিষয় স্পষ্ট করেন কমিশন সচিব আখতার আহমেদ।

এছাড়া, রাতে এক বিজ্ঞপ্তিতে, তফসিল ঘোষণার ৪৮ ঘণ্টার মধ্যে পোস্টার-ব্যানারসহ নির্বাচনী সামগ্রী অপসারণের নির্দেশ দিয়েছে ইসি।

বুধবার এক বৈঠকে সুষ্ঠু অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য ইসিকে সব ধরনের সহায়তার আশ্বাস দিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।

সেজু